শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে নিবন্ধন বঞ্চিত হাজারো ভোটার ॥ ফরম নিয়ে দৈন্যদশা

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৩৮ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় চলছে নতুন ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম। উপজেলা নির্বাচন কর্তৃপক্ষের সিন্ডিকেট বাণিজ্যে নিবন্ধন বঞ্চিত হাজারো ভোটার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়নে কোন সমন্বয় নেই। এছাড়াও তালিকাভুক্ত ভোটারদের অনলাইন নিবন্ধন এবং ছবি তোলার কার্যক্রম বিশৃঙ্খলভাবে চলছে। নিবন্ধনের জন্য দীর্ঘ প্রচেষ্টায় ব্যর্থ হন হাজারো তরুণ ভোটার। উপজেলার কুর্শি ইউনিয়নেই কয়েক শতাধিক ভোটার নিবন্ধন ও ছবি উত্তোলনে ব্যর্থ হয়েছে। ১৩টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে প্রায় তিন হাজার নতুন ভোটার নিবন্ধন থেকে বঞ্চিত হচ্ছে। নির্ধারিত ফরম নিয়ে বাণিজ্য করছে উপজেলা নির্বাচন কমিশন। টাকা দিলেই মিলছে ফরম। সংকট দেখিয়ে উপজেলা নির্বাচন অফিসে কর্মরত অফিস সহকারী মনিরের নেতৃত্বে চলছে সিন্ডিকেট বাণিজ্য। নবাগত নির্বাচন অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ফরম সংকট তৈরীর মদদ দেয়ার অভিযোগ রয়েছে। সিন্ডিকেট বাণিজ্যে অসহায় ভোটার তালিকা প্রণয়নে নিয়োজিত সুপারভাইজাররা। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার কুর্শি ইউনিয়নে কৃষকের মাঝে রিলিফ বিতরণের দিনে ৯টি ওয়ার্ডে নতুন ভোটারের নিবন্ধন ও ছবি উত্তোলন কার্যক্রম পরিচালনা করে উপজেলা নির্বাচন কমিশন। এসময় বিশৃঙ্খলার ভয়াবহ চিত্র দেখা গেছে। ওই ইউনিয়নে আবারো নতুন ভোটারে নিবন্ধন ও ছবি উত্তোলন কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। নির্বাচন কমিশন ও দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় গত ২৫ জুলাই থেকে ৯ আগষ্ঠ পর্যন্ত নতুন ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়। আগামী ৫ অক্টোবর এর সমাপ্তি ঘটবে। এনিয়ে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের প্রয়োজন মনে করেনি উপজেলা নির্বাচন কর্তৃপক্ষ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়নের জন্য বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুপাইভাইজার হিসেবে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়। ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রণয়নে সক্রিয় কার্যক্রম পরিচালিত হয়নি। বিধি মোতাবেক জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যাচাইক্রমে ১৮ বছর পূর্ণ হয়েছে এমন তরুণ ভোটার এবং প্রবাসী ও বঞ্চিত ভোটারদের তালিকা প্রণয়ন ও অনলাইন নিবন্ধন পরিচালিত হয়। অনেক ক্ষেত্রেই এর ব্যতিক্রম ঘটেছে। নির্বাচন কমিশন ঘোষিত স্থানে গিয়ে ছবি তোলার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে তালিকাভুক্ত হচ্ছেন নতুন ভোটার। এনিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তাদের খামখেয়ালিপনায় বঞ্চিত হচ্ছেন প্রজন্মের নতুন ভোটার। ২১ সেপ্টেম্বর উপজেলার কুর্শি ইউনিয়নে তালিকাভুক্ত নতুন ভোটারের নিবন্ধন ও ছবি তোলার দিনে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ফরমের জন্য ধরণা দিয়েও ব্যর্থ হন কয়েক শতাধিক ভোটার। স্থানীয় ইউপি সদস্য ও সুপারভাইজার ফরমের জন্য নির্বাচন অফিসার আশরাফ উদ্দিন, অফিস সহকারী মনিরের নিকট ধরণা দিলেও বিভিন্ন অজুহাত দেখানো হয়। ফরম সংকট দেখিয়ে শতাধিক প্রজন্মের ভোটারকে বঞ্চিত করা হয়। উপজেলার বৃহৎ ওই ইউনিয়নে মাত্র কয়েকঘণ্টায় হাজারো ভোটারকে ছবি ও নিবন্ধনের সময়সীমা বেধে দেন নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন। এছাড়াও একই দিনে ওই ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষকদের বিশেষ বরাদ্দের চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। চালের জন্য প্রায় এক হাজার কৃষকের ভীড়ে ছবি ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন অফিসার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারছু মিয়া (৩নং ওয়ার্ড মেম্বার) এনিয়ে ওয়ার্ড সদস্যদের সাথে কোন সমন্বয়সাধন করেনি। একই দিনে চাল বিতরণ ও ভোটার নিবন্ধন, ছবি তোলার কার্যক্রম নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বঞ্চিত হয়ে অনেক তরুণ ভোটার ফিরে যান। এছাড়াও শতাধিক ভোটার ফরম পূরণ করেও নিবন্ধন ও ছবি তুলতে ব্যর্থ হন। নতুন ভোটারের তথ্য ফরম বিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার আশরাফ উদ্দিন বলেন, লাইনে দাড়িয়ে সুপার ভাইজারের মাধ্যমে ফরম সংগ্রহ করতে হবে। সুপার ভাইজারকে কেন ফরম দেয়া হচ্ছেনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশী কথা বলে লাভ নেই, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে বিড়ম্বনা হবেই। যারা তালিকাভুক্ত হতে পারেনি ৫ অক্টোবর উপজেলায় গিয়ে তালিকাভুক্তির সুযোগ পাবে। এভাবেই বিভিন্ন ইউনিয়নে নতুন ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম চলছে। ফরম বিতরণে অনিয়ম প্রসঙ্গে অফিস সহকারী মনির বলেন, আমার কিছু বলার নেই। নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com