শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

নবীগঞ্জে ১৪টি প্রাইমারী স্কুল জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ॥ বৃষ্টি হলে জন্তরী স্কুলের পাঠদান হয় বারান্দায়

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৫১৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার ৮০নং জন্তরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠদান করছে। যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এ ছাড়া বৃষ্টির দিনে শ্রেণিকক্ষে ক্লাশ করতে না পেরে স্কুলের বারান্দায় ক্লাশ করতে হয়। গতকাল সরজমিনে গিয়ে স্কুলের জরাজীর্ণ ভবনেই ক্লাশ করতে দেখা যায়। এ ব্যাপারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৮৬৫ইং সনে প্রতিষ্টিত হয়। ২৪ শতক ভূমির মাঝে স্থাপিত ওই স্কুলটি জাতীয়করণ করা হয় ১৯৭৩ইং সনে। ১টি ভবন দিয়েই স্কুলের যাত্রা শুরু হয়েছিল। পুরাতন ভবনটি জরাজীর্ণ হওয়ায় ২০০৮-২০০৯ অর্থ বছরে এলইজিডির বাস্তবায়নে নতুন একটি ভবন নির্মিত হয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৯৮ জন। ফলে নতুন ভবনে স্থান সংকুলান না হওয়ায় পুরাতন ভবনে প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের ক্লাশ নিতে হয়। বি-গ্রেড এর এই স্কুলটি ২০১০ইং সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাস করার গৌরব অর্জন করে আসছে। এছাড়া ওই স্কুলে রয়েছে পিএসসি পরীক্ষার কেন্দ্র। প্রায় ৪ থেকে সাড়ে ৪শত শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পুরাতন ভবনটি ঝুঁকিপুর্ণ হওয়ায় নতুন ভবনেই অনেক কষ্ট করে পরীক্ষা নিতে হয়। পুরাতন ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি কর্তৃপক্ষের বরাবরে একাধিকবার জানানো হলেও অদ্যাবদি কোন ফল হচ্ছে না। ৮নং বড় শাখোয়া কাস্টারের এই স্কুলে জন্তরী, রাজাপুর, মিল্লিক ও কলেজ পাড়া এলাকার ছেলে মেয়ের একমাত্র ভরসা জন্তরী সরকারী প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ ভবন ছাড়াও ওই স্কুলে রয়েছে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির অভাব, স্যানেটারী সমস্যা এবং কোমলমতি ওই শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠের অভাব। অথচ স্কুলের সামনের ভূমি ও পুকুরটি মাটি ভরাট করলে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি উপযোগী মাঠ গড়ে উঠতে পারে। ৫ জন শিক্ষকের এই স্কুলে প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন ৪ জন। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দেখা যায়, স্কুলে লেখাপড়ার মান আশানুরূপ। কেবলমাত্র একটি ভবনের কারনে ছেলে-মেয়েদের পাঠদান ব্যাহত হচ্ছে। পুরাতন ভবনের চতুর্দিকে পাশের ছালের টিন, দরজা-জানালা ভাঙ্গা। কনকনে শীতের হিমেল হাওয়া প্রবেশ করে শিক্ষার্থীদের ঠান্ডাজনিত কারনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বৃষ্টির মৌসুমে পানি পড়ার কারণে শ্রেণিকক্ষে পাঠদান করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে বারান্দায় ক্লাশ করতে হচ্ছে। ঝুঁকিপুর্ণ এই ভবনে ক্লাশ নেয়ার কারণে কোমলমতি শিশুরা আতংকের মাঝে তাদের পাঠদান করছেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ বলেন, যে সব স্কুলে ভবনের খুবই জরুরী সেখানে ভবন হচ্ছে না। যে স্কুলগুলোতে ভবন আছে সেখানেই আবার নতুন ভবন নির্মিত হচ্ছে। তিনি বলেন, জন্তরী স্কুলসহ উপজেলার অনেক স্কুলের ভবন সমস্যা রয়েছে। ঝুঁকিপুর্ণ ভবনে ছেলে-মেয়েরা পাঠদান করার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়ার দাবী জানান। জন্তরী স্কুলের প্রধান শিক্ষক তপন জ্যোতি রায় বলেন, ২০০৮ সাল থেকে পুরাতন ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। স্থান সংকুলানের অভাবে ক্লাশ নিতে হিমশিম খেতে হয়। বৃষ্টির সময় বারান্দায় ক্লাশ নিতে হচ্ছে। নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করেছি। কোন প্রতিকার হচ্ছেনা। শিক্ষিকা আলেয়া ফেরদৌস আলো জানান, কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকিপুর্ণ ভবনে ক্লাশ নিতে গিয়ে আতংক থাকে, কখন যে ভেঙ্গে পড়ে। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ নাই। এদিকে জন্তরী স্কুলসহ উপজেলায় আরো বেশ কয়েকটি বিদ্যালয় ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কয়েক’টি ইউনিয়নে এধরণের ঝুঁকিপুর্ণ স্কুলের সংখ্যা ১৪টি। কয়েক বছর আগে এ বিদ্যালয়গুলো অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। কিন্তু সংস্কারের অভাবে ঝুঁকি নিয়েই পাঠদান কার্যক্রম চলছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় পড়াশোনায় বিঘœসহ অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হলো ঃ বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের, সোনাপুর-জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাউসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌকি সরকারী প্রাথমিক বিদ্যালয়। বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের, হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ইনাতগঞ্জ ইউনিয়নের, নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোস্তফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। কুর্শি ইউনিয়নের এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। কালিয়ারভাঙ্গা ইউনিয়নের, মান্দারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়। বাউসা ইউনিয়নের, বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণগ্রাম ইমামবাঐ সরকারী প্রাথমিক বিদ্যালয়। দেবপাড়া ইউনিয়নের, ঝিটকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
কোনো কোনো বিদ্যালয়ের দুই পাশের দেয়াল ভেঙে পড়েছে। আবার কোনো দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তার খসে পড়েছে। অনেক বিদ্যালয়ের উপরের টিনের ছাউনি ভেঙে গেছে। তবুও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এসব বিদ্যালয়ে পাঠদান করছে। অনেক আগে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে গেছে। অনেক শিক্ষার্থী ব্র্যাক ও আশ্রয় প্রকল্পের বিদ্যালয়ে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ভবনজনিত নানা সমস্যার কারণে উক্ত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জরাজীর্ণ বিদ্যালয়গুলোর তালিকা পাঠানো হয়েছে। আশা করছি, অচিরেই দু’একটি ঝুঁকিপুর্ণ ভবনের মেরামত বা পুর্ণ নির্মাণের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com