বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচংয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষে সভা

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৩০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্র“য়ারী পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে হাম-রুবেলা টিকাদান নিশ্চিত করার লক্ষে গতকাল ২১ জানুয়ারী মঙ্গলবার বানিয়াচং হাসপাতাল সভাকক্ষে নীতি নির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবপদ রায়। প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম মুনীর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মিহির আচার্য, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি’র চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী। সভার শুরুতে যথাক্রমে কোরআন ও গীতা পাঠ করেন মাওলানা সিরাজুল ইসলাম ও কাজল চ্যাটার্জী। মেডিকেল অফিসার ডা. মোঃ ইমরুল হাসান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক হাফেজ ছিদ্দিক আহমদ ও আখলাক হুসেইন খান খেলু, বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা মনজিল মিয়া, বিএনপি’র সহ-সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া নিলু, প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শিক্ষক আলী রহমান, ইউ.পি মেম্বার ধন মিয়া, সমাজসেবক মাসুদ উল্লা খান সাজ্জাদ, আরজু মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া প্রমূখ। বক্তারা বলেন, হাম একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। রুবেলাও একটি ভাইরাস জনিত অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ। বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে এই রোগ দু’টির জীবানু প্রবেশ করে। গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম ৩ মাসের সময় রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে গর্ভপাত এমনকি গর্ভের শিশুর মৃত্যু হতে পারে অথবা জন্মগত বিভিন্ন ত্র“টি নিয়ে ভুমিষ্ট হতে পারে। এসব বিষয় তুলে ধরে বক্তারা হাম-রুবেলার টিকা গ্রহণের জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com