বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের একমাত্র মহিলা চেয়ারম্যান শামসুন্নাহার ‘কোন চাওয়া-পাওয়া নাই, হারাবারও কিছু নাই’

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৪৩১ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ‘যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন- গ্রামের এ প্রবাদটির সাথে অক্ষরে অক্ষরে যার পরিচয় তিনি শামসুন্নাহার। উপজেলার গুরুত্বপূর্ণ দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান তিনি। গত নির্বাচনেও বাঘা বাঘা প্রার্থীদের পেছনে রেখে ছিনিয়ে এনেছিলেন বিজয়ের মালা। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি আওয়ামীলীগের টিকিটে। এর আগে মিরাশি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন চৌধুরী শামসুন্নাহার। এক কথায় শামসুন্নাহার মানেই মমতাময়ী এক চেয়ারম্যান। সেই চেয়ারম্যানের রয়েছে করুন কিছু ইতিহাস। ১৯৮৭ সাল। তার স্বামী মিরাশি ইউপি’র জনপ্রিয় চেয়ারম্যান চুনু চৌধুরীকে একদল বিপদগামী কুলাঙ্গার রাতের আঁধারে হত্যা করলে তিনি স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজে হাত দেন। তার কাজ দেখে এলাকার মানুষ হুমড়ি খেয়ে পড়েন। পরের বছরই তিনি নির্বাচিত হয়ে অভিভাবকহীন মিরাশি ইউপি‘র হাল ধরেন শক্ত হাতে। ফাঁকে জীবনের তাগিদে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই সময়কার আপোষহীন ছাত্র নেতা, আজকের উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সাথে। এরপর তিনি মিরাশি ইউনিয়ন থেকে চলে আসেন চুনারুঘাট পৌর সভায় স্বামীর বাসায়। ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে’-এমন অবস্থায় এখানেও পেয়ে বসে তাকে। স্বামী আবু তাহের দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যানীর হাল শামসুন্নাহারের উপর ছেড়ে দিয়ে পৌর নির্বাচনের দিকে মনোনিবেশ করেন আর বেচারী শামসুন্নাহার দেওরগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ঘোষনা দেন।…আর পেছনে ফিরে থাকাতে হয়নি তাকে। টানা ২য় বারের মতো চুনারুঘাট পৌরসভা লাগোয়া দেওরগাছ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। দেশে প্রথম দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্টানের ঘোষনা আসার পর তিনি আওয়ামীলীগের টিকিটে নির্বাচন করার ঘোষনা দেন। সবার কাছে গ্রহণযোগ্যতা থাকায় সহজেই দল তাকে টিকিট প্রদান করে। ৪জুন অনুষ্টিত নির্বাচনে তিনি ধানের শীষ-এর প্রার্থীকে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ভোট পান ৬ হাজার ১৫১টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু নাঈম হালিম (ধানের শীষ) পান ৪ হাজার ৪০২ ভোট। দুই পুত্র ও ৩ কন্যা সন্তানের জননী শামসুন্নাহার বলেন, জীবনে কোন চাওয়া পাওয়া নাই। হারাবারও কিছু নাই। একটাই চাওয়া-জনগণের মাঝে ছিলাম, আছি এবং থাকতে চাই জীবনের শেষ দিনটি পর্যন্ত। চলতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান এবং শারীরিক সুস্থতার জন্য দোয়া চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com