শুক্রবার, ৩০ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ হাইস্কুলে বই বিতরনকালে এমপি আবু জাহির \ বিদ্যালয়ে পড়াশুনার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করব

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ গতকাল ১ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় সরকারের ঘোষনা মোতাবেক বিনামুল্যে পাঠ্যবই বিতরন উৎসব উৎযাপন উপলক্ষে সারদেশের ন্যায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে পাঠ্যবই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই থেকে বার বার নির্বাচিত এমপি ও গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফর হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য আলহাজ্ব মোঃ সফর আলী, মোঃ রজব আলী, শাহ মোঃ আরজু মিয়া, মোঃ মনসুর আলী, মোঃ আলা উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ আনোয়ার আলী, মোঃ আব্দুস সালাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তবে এমপি আবু জাহির বলেন, বিদ্যালয়ের পড়াশুনার উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যে একটি বিল্ডিং করেছি আরো একটি বিল্ডিংএর অনুমতি পাওয়া গেছে খুব দ্রুত এর কাজ শুরু হবে। তিনি আরো বরেন যে সরকার ইতিমধ্যে বিনামুল্যে শিশুদেরে পাঠ্যবই দিচ্ছে আগামীতে দুপুরের নাস্তার ব্যবস্থার উদ্যোগ নিয়েছে যাতে বাচ্চারা পেঠের ক্ষুধায় কষ্ট না পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com