বুধবার, ০৮ মে ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

চুনারুঘাটে অপরিকল্পিত বালু উত্তোলন ॥ ধ্বংস হচ্ছে চা বাগান সেতু ঘরবাড়ী

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ধ্বংস হয়ে যাচ্ছে চুনারুঘাটের চা বাগান ও বনভূমি। অপিরিকল্পিতভাবে পাহাড়ী ছড়া, নদী ও চা বাগানের মধ্য দিয়ে প্রবাহিত ছড়া থেকে থেকে বালু উত্তোলনের কারণে চা বাগান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছেছে। নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙ্গে সাধারণ মানুষের বাড়ী-ঘর, ফসলী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত। প্রশাসন এ বিষয়গুলো জানার পরও কোন ব্যবস্থা গ্রহন করতে পারছে না। দেওরগাছ এলাকার জনৈক জিতু মিয়া লীজ হোল্ডারদের তালিকায় শীর্ষ ব্যক্তি। চলতি বছর পরিবেশবাদীদের প্রবল আপত্তির মুখেও সরকার চুনারুঘাটে ২০টির বেশী ছড়া এবং নদী থেকে বালু উত্তোলনের অনুমতি দেয়। বালু উত্তোলনে বিভিন্ন ধরণের জনস্বার্থমূলক শর্ত থাকলেও নানা ফাঁক-ফোকর এবং দলীয় প্রভাব বিস্তার ও প্রশাসনের অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে লীজ হোল্ডাররা বালু উত্তোলন অব্যাহত রেখে পরিবেশকে বিষিয়ে তুলছে। শুধু তাই নয়-খোয়াই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে খোয়াই নদীর অনেক সেতু হুমকীতে রয়েছে। বিগত সময়ে বালু উত্তোলনের কারণে রাজার বাজার সেতুটি এখন চরম হুমকীর সম্মুখীন। আগে সেতু’র দক্ষিণ দিকে থেকে বালু উত্তোলন হতো এবার উত্তর দিক থেকে বালু উঠানো হচ্ছে মেশিন দিয়ে। এ কারণে সেতু’র পাশে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত পাথর সলিং নদী গর্ভে বিলীন হয়ে সেতু’র পশ্চিম পাশ ধেবে গেছে ২ মাস আগেই। এমনিভাবে ইছালিয়া সেতু, সোনাই সেতু, মুড়ি সেতু, সাতছড়ি সেতুগুলো চরম হুমকীর মধ্যে আছে। বালু উত্তোলনের প্রভাবে ভেঙ্গে যাওয়া অনেক সেতু মেরামত করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে। চান্দপুর চা বাগানের অভ্যন্তরে অনেক সেতু ইতোমধ্যেই ভেঙ্গে পড়েছে পাহাড়ী ছড়ায়। এ ছাড়া চা বাগান অধ্যুষিত অঞ্চল থেকে বালু উত্তোলনের কারণে সবগুলো ছড়া গভীর ও চওড়া হয়ে চা বাগানগুলোকে হুমকীর মধ্যে ফেলেছে দিয়েছে। এ নিয়ে টেনশন বাড়ছে বাগান কর্তৃপক্ষ ও নিরীহ শ্রমিকদের মাঝে। বাগানের চা গাছ ও শেড ট্রি পাহাড়ী ছড়াতে বিলীন হচ্ছে প্রতিনিয়ত। এতে চা উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে মহা-সড়ক ও গ্রামীণ সড়কগুলোর উপর বালুর ডিপো করার কারণে যানবাহন ও পথচারীরা পড়েছেন বেকায়দায়। স্থানীয় নিরীহ মানুষ-জন এসব হীন কাজের প্রতিবাদ করতে পারছেন না। সাংবাদিকরাও হামলা-মামলার ভয়ে নিরব রয়েছেন। পরিবেশবাদিরা মাঝে-মধ্যে মানববন্ধন করছেন, কিন্তু প্রশাসন ও বালু’র লীজ হোল্ডাররা এসব দেখেও না দেখার ভান করে চালিয়ে যাচ্ছেন তাদের অপকর্ম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com