বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার বানিয়াচঙ্গে ৫ আগস্টের ঘটনায় ৮২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের শহরের ইনাতাবাদে ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্টিত পৌর বিএনপির সভায় জি কে গউছ মানুষ বিএনপিকে নিয়ে স্বপ্ন দেখছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নবীগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের পর থানায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী বিএনপি-যুবদলের ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের দ্বিতীয় বর্ষপূর্তিতে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বানিয়াচঙ্গের সুনামপুর গ্রামের আন্নর আলীর মৃত্যুর ঘটনায় আসামিদের রিমান্ড আবেদন

নবীগঞ্জের বিষফোড়া টমটম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ অবৈধ টমটম আর অটোরিকশার কারণে যানজট কবলে পড়ে ভোগান্তির শহরে পরিণত হচ্ছে নবীগঞ্জ। এতে জনগণের নাভিশ্বাস উঠলেও কমানোর কেউ নেই। পৌরবাসীর সেবার নামে অনুমোদন দেয়া এবং অনুমোদনের বাহিরে টমটম ও অটোরিকশা এখন শহরবাসীর জন্য বিষফোড়া হয়ে দাড়িয়েছে। নবীগঞ্জ পৌরসভা কর্তৃক চলাচলের জন্য টমটম, মিশুক, অটোরিকশা ও হাতল রিকশাসহ সব মিলিয়ে হাজার দেড় এক অনুমোদন দিলেও অবৈধ টমটম ও মিশুক নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। শহরে চলাচল করছে এর কয়েকগুণ বেশী টমটম, মিশুক ও অটোরিকশা। নিয়ম অনুযায়ী শহরে রিকশা, ঠেলাগাড়িসহ ছোট যানবাহন চলাচলের অনুমোদন দেয় পৌরসভা এবং ভাড়াও তারা নির্ধারণ করে। কিন্তু টমটমের ক্ষেত্রেই ভিন্ন চিত্র। এছাড়া মাথা ছাড়া দিয়ে উঠেছে মিশুক, টমটম ও অটোরিকশা। মিশুক ও টমটমের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫শ টাকা। অটোরিকশার রেজিস্ট্রেশন ফি ১৫শ ৫০ টাকা। প্রতি বছরই পৌরসভা প্রায় ৩ হাজার প্লেইট তৈরী করে থাকেন। কিন্তু রেজিস্ট্রেশনের আওতায় আসে প্রায় ১২/১৫শ। বাকী কয়েক হাজার মিশুক, অটোরিকশা ও টমটম অবৈধভাবেই শহরে চলাচল করছে। নবীগঞ্জ শহরের চৌরাস্তার মোড় থানার পয়েন্ট, জুয়েল ম্যানশনের সামনে, শেরপুর রোডস্থ মালিক টাওয়ারের সামনে অবৈধ ভাবে গড়ে উটেছে মিশুক ও টমটম ষ্ট্যান্ড। বিশেষ করে থানার পয়েন্টে একটি শক্তিশালী প্রভাবশালী মহল সিন্ডিকেট করে রাস্তার উভয় পাশে টমটম ও মিশুক রেখে যানজটের সৃষ্টি করছে। ওই সিন্ডিকেট পৌরসভার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে নিজেদের মতো করে চলাচল করছে। যদিও পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। জাতীয়ভাবে যখন সারাদেশে গণপরিবহণের ভাড়া বাড়ানো হয় তখন ওই সিন্ডিকেটটি নবীগঞ্জের মতো ছোট শহরেও মিশুক, টমটম ও অটোরিকশার ভাড়া তাদের ইচ্ছা মাফিক আদায় করছে। ফলে যাত্রীদেরও হয়রানী বাড়ছে। ওই সিন্ডিকেট একটি মনগড়া সমিতি গড়ে তুলে এবং নিজেদের মনগড়া মতো ভাড়ার তালিকা করে। অনুসন্ধানকালে জানা যায়, নবীগঞ্জ পৌর শহরে পরিবেশ বান্ধব নামে পরিচিত ব্যাটারী চালিত মিশুক, অটোরিকশা, টমটম, চলাচল শুরু হওয়ার পর থেকে একটি চক্র, গরিব বেকার যুবকদের সহজ মূল্যে কেনা টমটম-কে চাঁদাবাজির সহজ উপায় হিসাবে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ঐ চক্রটি বিগত ১০/১২ বছর যাবত ৩/৪ হাজার মিশুক, অটোরিকশা, ৮/৯ শত টমটম শহরে চলাচলের সুবাদে, স্বার্থলোভী চাঁদাবাজ বাহিনীর দ্বারা মনগড়া অবৈধ সংগঠনের নামে, বিভিন্ন ভাবে হাতিয়ে নিচ্ছে এসব টাকা। লাইনে নতুন টমটম ভর্তি ফি এর নামে নেয়া হচ্ছে ৪/৫ হাজার টাকা। এছাড়া ওই চক্র অবৈধ ষ্ট্যান্ড তৈরী করে ম্যানাজার বসিয়ে টমটম ঠিপ প্রতি ১০/২০ টাকা করে আদায় করা হয়। এতে দৈনিক ওই চক্রের আয় হয় ১ হাজার থেকে ১৫ শত টাকা। অবৈধভাবে গড়ে উঠা এসব ষ্ট্যান্ডের কারনে শহরের যানজট ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অপর দিকে বিদ্যুৎ দিয়ে মিশুক, টমটম, অটোরিকশা চার্জ দেয়ার কারনে প্রচুর বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। এতে লোডশেটিংসহ বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। এদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে শহরের যানজট লাঘব হবে না বলে দাবী করেছেন সুশীল সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com