বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের পিয়াইম গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ॥ আটক ১ ॥ নগদ টাকা-স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট অলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা খোশ আমদেদ মাহে রমজান শহরে চুরির অপবাদে কিশোরকে হাত-পা বেঁধে অমানসিক নির্যাতন অভিযানে দুই সহোদর আটক নবীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় শিশু ও তার পিতার স্বাক্ষ্য গ্রহণ উমেদনগরে কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল নবীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্টিত ॥ আন্দোলন সংগ্রামে মুসলমানদের ত্যাগ দিল্লির দোসরেরা ধামাচাপা দিয়ে রাখতে চায়-শাহজাহান আলী ফ্যাসিষ্ট সরকারের সময়ে আমার পরিবার নির্যাতনের শিকার-সৈয়দ শাহজাহান চুনারুঘাটে পাগল পেঠানো মামলায় যুবক জেল হাজতে মাধবপুর মনতলা সড়কে দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ॥ চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূরউদ্দিন চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইমদাদুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান চৌধুরী শেফু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আবুল খায়ের, যুক্তরাজ্য প্রবাসী শেখ মোস্তফা কামাল ও মোস্তাকিম আহমেদ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর আহমেদ চৌধুরী সালমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. অনর উদ্দিন জাহিদ, হেলাল চৌধুরী, রুবেল আল মামুন তালুকদার ও মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২১ এপ্রিল, ২৩ এপ্রিল হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ এপ্রিল প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com