বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বিষফোড়া টমটম আজমিরীগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার চুনারুঘাটের গুইবিল সীমান্তে ৪টি চোরাই গরু আটক খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জে পাহাড় কাটা ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ মামলা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শহরে আটক দুই সহোদরসহ ৫ আসামি কারাগারে বানিয়াচংয়ে ইফতারে মাওঃ আব্দুল বাছিত আজাদ ॥ ‘বিভেদ নয় ঐক্য চাই কল্যাণমূলক রাষ্ট্র চাই দৈনিক প্রভাকরের প্রতিষ্ঠাতা সম্পাদক নোমান চৌধুরী ও প্রকাশক মেহের নিগার রূহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৬ রমজান। আজকের সূর্য ডুবলে আসবে ২৭ রমজানের রাত। এই রাতই লায়লাতুল কদর- যাকে ফারসীতে বলে শব-ই-কদর। লায়লাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী। এ রাতের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে কোরান মজিদ ও হাদিস শরীফে বিস্তর বর্ণনা রয়েছে। হাদিস শরীফ থেকে জানা যায় যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের নিকট বনী ইসরাঈলের একজন আবিদ মুজাহিদের কথা বলছিলেন যিনি হাজার মাস ধরে লাগাতার দিনের বেলায় সিয়াম পালন করতেন ও সত্যের সংগ্রামে নিয়োজিত থাকতেন এবং সারারাত জেগে থেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটাতেন। আল্লাহর এই নেক বান্দার কঠোর সাধনার কথা শুনে সাহাবায়ে কেরাম আফসোস করে বলেছিলেন ঃ যদি আমাদের আয়াত দীর্ঘ হতো তবে আমরা হাজার মাস ধরে ওই ভাবে জিহাদ ও ইবাদতের মধ্য দিয়ে সময় কাটাতে পারতাম। এরই প্রেক্ষিতে আল্লাহ তা’আলার সুরা কদর নাজিল করলেন। ৫ খানি আয়াতে কারিমা বিশিষ্ট এই সুরায় আল্লাহ জাল্লাশানুহু এরশাদ করেন ঃ নিশ্চয়ই আমি এ (আল কোরান) নাজিল করেছি মহিমান্বিত রজনীতে (লায়লাতুল কদরে) তুমি কী জানো মহিমান্বিত রজনী কি? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ, সে রাত্রিতে ফেরেস্তাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রব-এর অনুমতি ক্রমে। শান্তি শুধু শান্তি বিরাজ করে সে রজনীতে উষার আবির্ভাব পর্যন্ত।
এ সুরা হতে স্পষ্ট হয় যে, কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করলে হাজার মাসব্যাপী ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যেত তার চাইতেও অধিক সওয়াব পাওয়া যাবে। হাদিস শরীফে আছে যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিআল্লাহ তা’আলা আনহা একদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ঃ ইহা রাসুলুল্লাহ যদি আমি লায়লাতুল কদর পাই তবে সেই রজনীতে কি দোয়া করবো? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বললেন ঃ এই দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী- হে আল্লাহ্ আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com