রবিবার, ১২ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমপি ও ডিআইজি ॥ বানিয়াচঙ্গে অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক জুমার খুৎবায়-মাওলানা মোবাশ্বির আহমেদ ॥ আগুয়া গ্রামে তিন খুনের মধ্যে দিয়ে গজব নাজিল হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছে তারা মুনাফিক, বেঈমান-ছাবির আহমদ চৌধুরী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেপ্তার অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হকের ইন্তেকাল মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা উপজেলা নির্বাচন কমিটির সদস্য হলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট

ওয়ানওয়ে করার পরও কমছে না হবিগঞ্জ শহরের যানজট

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত অবৈধ মিশুক ও টমটম চলাচল করছে। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। উভয় সড়কে ৬ কিলোমিটার দূরত্বের শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে স্বাভাবিক সময় লাগে ১০-১৫ মিনিট। কিন্তু এসব অবৈধ যানবাহনের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এর মধ্যে যানজটের প্রধান স্পট হচ্ছে, শহরের বেবিষ্ট্যান্ড, তিনকোনা পুকুর পাড়, কালিবাড়ি, রামজয় মোদক, আহছানিয়া মিশন, ডাকঘর, চৌধুরী বাজার পয়েন্ট। সম্প্রতি যানজট নিরসনে খোয়াই নদীর উমদা ব্রিজ ওয়ানওয়ে করা হয়েছে। কারণ কিবরিয়া ব্রিজ মেরামতের জন্য বন্ধ রয়েছে। জনসাধারণের সুবিধার জন্য ওয়ানওয়ে করা হলেও বাস্তবে দেখা গেছে ভিন্নচিত্র। বাজার পয়েন্টে ওয়ানওয়ের সুফল অনেকটা পেলেও অবৈধ যানবাহনগুলো কৌশলে অন্য রাস্তা দিয়ে ঠিকই প্রবেশ করছে। খোয়াই নদীর অপর পাড়ে নবীগঞ্জ সড়ক থেকে কামড়াপুর ব্রিজ পর্যন্ত সিএনজি, মিশুক, টমটম রাস্তা দখল করে ইচ্ছে মতো সিরিয়াল দিয়ে যাচ্ছে। ফলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হচ্ছে। আগে খোয়াই ব্রিজ দিয়ে শহরে প্রবেশ করতে যেখানে ১০ থেকে ২০ মিনিট সময় লাগতো এখন কামড়াপুর ব্রিজ থেকে ঘুরে শহরে প্রবেশ করতে আরও বেশি সময় লাগছে। এ ছাড়া বিকাল থেকেই শহরের বাইরে থাকা মিশুক, টমটমগুলো পৌরসভার অনুমতি ছাড়াই শহরে প্রবেশ করে এবং চৌধুরী বাজারে সড়কের দুই পাশে দাড় করিয়ে রেখে সিরিয়াল দেয়া হয়। অভিযোগ রয়েছে মাসিক ৫শ টাকা টোকেনের বিনিময়ে শহরে প্রতিদিন প্রায় ৫ শতাধিক অবৈধ টমটম ও মিশুক চলাচল করছে। বিষয়টি পৌরসভাসহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন শহরবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com