বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত ॥ বিশাল ব্যবধানে ইকবাল খান চেয়ারম্যান নির্বাচিত ॥ আশরাফ খান ও জাহানারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত আজমিরীগঞ্জে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত ॥ আলাউদ্দিন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ॥ মিলোয়ার হোসেন ও রেফা আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত শায়েস্তাগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ কোম্পানীর শ্রমিক নিহত নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী গতি গোবিন্দ শহীদ পরিবারের সন্তান নন বলে অভিযোগ ॥ আমার দাদা, বাবা, ভাই মুক্তিযুদ্ধের সময় মারা যান-গতি গোবিন্দ জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম নবীগঞ্জ থেকে উদ্ধার ॥ গ্রেফতার ৪ শায়েস্তানগর থেকে টমটম চুরির চেষ্টা ॥ আটক ২ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের বিশ্ব রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আনার নির্দেশ চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন নবীগঞ্জে অভিনব কায়দায় বিনামুল্যে প্রাপ্ত সেচ মেশিন বিক্রি

আইন-শৃংখলা কমিটির সভায় ও ইউপির সকল সদস্যের নিন্দা ॥ সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার দাশকে হত্যা মামলায় জড়ানোয় সর্বত্র নিন্দা

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাসকে দুঃখজনকভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে দাবি করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন পরিষদের সকল সদস্য।
গত সোমবার ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সভায় পরিষদের সকল সদস্য ও উপস্থিত কমিটির সকল সদস্য অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের মুরুব্বীয়ান এই নিন্দা জানান। সভায় বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ উপস্থিত ছিলেন। এছাড়া চেয়ারম্যান জয় কুমার দাস এ ঘটনার সঙ্গে জড়িত না উল্লেখ করে সুবিদপুর ইউপির ১২ জন নারী-পুরুষ সদস্য প্রত্যয়নপত্র দিয়েছেন। তাঁরা হলেন, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের হোছনা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের রাণী বালা দাস, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মোছাঃ সাজিদা বেগম, ১ নম্বর সাধারণ ওয়ার্ডের আহমদুল হাসান চৌধুরী মনির, ২ নম্বর ওয়ার্ডের আব্দুস ছাত্তার, ৩ নম্বর ওয়ার্ডের তাউছ মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের মোঃ সুমন মিয়া আখঞ্জী, ৫ নম্বর ওয়ার্ডের টিকেন্দ্র দাশ, ৬ নম্বর ওয়ার্ডের প্রবীর সরকার, ৭ নম্বর ওয়ার্ডের মোহন বাশী দাস, ৮ নম্বর ওয়ার্ডের এবাদত মিয়া ও ৯ নম্বর ওয়ার্ডের শেখ নবাব আলী। সভায় এবং প্রত্যয়নপত্রে বলা হয়, মশাকলি গ্রামের একটি ভূমি নিয়ে সুদাম দাস ও শনি দাসের মধ্যে বিরোধ ছিল। এনিয়ে গত ১৩ এপ্রিল দুপক্ষের সংঘর্ষ হলে উভয়পক্ষের একজন করে দুজনের মৃত্যু হয়। ঘটনার পর নিহত সুব্রত দাসের মা সরলা বালা দাস ৭৪ জনের নামে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে আসামির তালিকায় তিন নম্বর ক্রমিকে যুক্ত করা হয়েছে সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার দাসকে। কিন্তু ওইদিন সুবিদপুর ইউনিয়নের হাওরে হবিগঞ্জ জেলায় বোরো ধান কাটার উদ্বোধনীতে জয় কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও বিশেষ অতিথি হিসেবে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অথচ সংঘর্ষের সময়ে চেয়ারম্যান জয় কুমার দাস সরকারি অনুষ্ঠানে থাকলেও অসৎ উদ্দেশ্যে তাঁকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে এই জনপ্রতিনিধিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এদিকে, সম্প্রতি বানিয়াচং উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায়ও ইউপি চেয়ারম্যানকে অন্যায়ভাবে মামলায় জড়ানোর বিষয়ে নিন্দা জানিয়েছেন ১৫টি ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা। হত্যা মামলার এজাহারে বলা হয়, নির্ধণ দাস সুব্রতকে ধরে রেখেছেন ও জয় কুমার দাস তাঁকে ফিকল দিয়ে আঘাতের মাধ্যমে হত্যা করেছেন। জয় কুমার দাস সরকারি অনুষ্ঠানে থেকে কিভাবে অন্য জায়গায় গিয়ে স্বশরীরে হত্যাকাণ্ডে অংশ নিবেন এ বিষয়টি এখন আলোচনার শীর্ষে। এলাকার জনগণ এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com