শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

এমপি আবু জাহির’র শোক সাংবাদিক মামুন চৌধুরীর মায়ের ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি, দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর মা মোছাঃ রহিমা খাতুন তালুকদার আর নেই। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ২টায় পুরানবাজার শাহী ঈদগাহে প্রথম জানাজা ও বাহুবল উপজেলার লাকুরিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, সুজন পৌর শাখার সভাপতি আব্দুর রকিব, পৌর কাউন্সিলর তাহির মিয়া খান, আব্দুল আহাদ, আব্বাস উদ্দিন তালুকদার, মেম্বার ঈসমাইল আলী, সমাজসেবক আব্দুল জব্বার ফুল মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, হবিগঞ্জ প্রেসকাবের সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, দৈনিক খোয়াই এর ব্যবস্থাপনা সম্পাদক সাঈফ আহছান, হবিগঞ্জের বাণীর সম্পাদক রুবেল আহমেদ, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, বাংলানিউজ টুয়েন্টিফোরডটকমের জেলা প্রতিনিধি বদরুল আলম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম সবুজ, সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, সাংবাদিক নুর উদ্দিন সুমন, মীর আব্দুল কাইয়ূম, জমির আলী, মুহিন শিপন, মাফুজুর রহমান, মাসুক রানা, সুমন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্রসহ শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। রহিমা খাতুন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু জাহির, সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, খোয়াই সম্পাদক শামীম আহছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, থানার ওসি অজয় চন্দ্র দেব, পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম, দৈনিক জনকন্ঠের আমেরিকা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, পৌরসভার মহিলা কাউন্সিলর তহুরা খাতুন লাইজু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com