শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

আনন্দগণ ও উৎসবমুখর পরিবেশে ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বাজেট সভা ও বনভোজন

  • আপডেট টাইম রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বাজেট সভা ও বনভোজন। বনভোজনে প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এডভ্যাঞ্চার ওয়ার্ল্ড সিলেটের শান্ত ¯িœগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা এডভ্যাঞ্চারটি। বিভিন্ন সাজে সজ্জিত এই এডভ্যাঞ্চারটি প্রথম দর্শনেই মন কেড়ে নেয় শিশু কিশোরসহ বনভোজনে অংশগ্রহণকারীদের। গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টায় হবিগঞ্জ প্রেসক্লাব ভবনের সামন থেকে ২টি বাস প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজন নিয়ে রওয়ানা হয়। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল পৌণে ১২ টার দিকে বাস ২টি গিয়ে পৌঁছে এডভ্যাঞ্চারটিতে। সেখানে ক্লাব সদস্যসহ পরিবারের সদস্যদের দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই আবার খেলাধুলা, ট্রেন ভ্রমন, দোলনা, ওয়াটার পুলসহ নানা ধরণের গেমে অংশ গ্রহন করে। দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খানের পরিচালনায় বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের চলতি বছরের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়। এ সময় বাজেটসহ বিবিধ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি শফিকুর রহমান চেধুরী, সদস্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন। এছাড়াও অন্যান্য সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, আলমগীর খান, প্রদীপ দাস সাগর, শফিকুল আলম চৌধুরী, শাকিল চৌধুরী, ফজলে রাব্বি রাসেল, এসএম সুরুজ আলী, পাবেল খান চৌধুরী, আব্দুর রউফল সেলিম, জাকারিয়া চৌধুরী, মুজিবুর রহমান, ফয়সল চৌধুরী, কাউছার আহমেদ, নায়েব হোসাইন, সাইফুর রহমান তারেক প্রমুখ। পরে দুপুরের খাবার শেষে শুরু হয় প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের সন্তানদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে একে একে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য়সহ মোট ৩০টি পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান ২০২২ সালের বনভোজনে অংশ গ্রহন করে সফল করায় সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com