আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের শাহিন মিয়া বসতঘরে ভয়াবহ আগুন, খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মাধবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড় টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে শাহিন মিয়া বসতঘরে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক শাহিন মিয়া জানান, তার ঘরের আসবাবপত্র, টাকা, স্বর্ণালঙ্কারসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি আনুমানিক ৮ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ হেলাল উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগুনের সূত্রপাত কি ভাবে তার কারণ এখনো সঠিক ভাবে জানা যায়নি।