বুধবার, ০৮ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

হবিগঞ্জ নাগরিক কমিটির শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মানে করণীয় শীর্ষক আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মানে করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল শনিবার মাধবপুরের জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম-সেবা। বার্ড কুমিল্লার পরিচালক মিজানুর রহমান, শাহজালাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিরাজুল হক, বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জাহানারা খাতুন, চৌমুহনী খুরশেদ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ তপন কুমার ধর, শ্রীমঙ্গল বিটিআরআই’র প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল হাসান, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সায়েম আহমেদ, বৃন্দাবন সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডি’র গবেষণা সমন্বয়ক এস এম আরাফাত, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মোদরেকুল হোসাইন। এ ছাড়াও স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাজী কামাল উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির পক্ষে গৌরি বনিক। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেনে মাওলানা মোজাম্মেল। গীতা থেকে পাঠ করেন পন্ডিত রাম শেখল ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুরুতেই হবিগঞ্জ নাগরিক কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুল হান্নানের মৃত্যুতে শোক পস্তাব গ্রহণ ও দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে মাওলানা সালেহ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com