বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ঝুঁকিপুর্ণ

  • আপডেট টাইম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস। ভবনটির ছাদ ডেমেজ হয়ে যাওয়ায় ছাদ দিয়ে বৃষ্টির পানি ছুপসে পড়ে, ছাদের আস্তর খসে খসে পড়ছে। পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে অফিস পরিচালনা করে আসছেন। ছাদ ধসে গিয়ে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশংকায় রয়েছেন তারা। পরিবার পরিকল্পনা অফিসের অধীনে বিভিন্ন পদে ১৩৭ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তারা প্রতিদিন পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য সেবা, গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী, নবজাতকের স্বাস্থ্য সেবা, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা, ট্যাবে দম্পতি রেজিস্ট্রেশন, জনসংখ্যা রেজিস্ট্রেশন গর্ভবতী রেজিস্ট্রেশন করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রীর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন । পরিবার কল্যাণ সহকারীগন সপ্তাহে তিন দিন কমিউনিটি ক্লিনিকে সেবা দিচ্ছেন, ইপিআই টিকাদান কেন্দ্রে সেবা দিচ্ছেন এবং বিভিন্ন জাতীয় দিবসে স্বাস্থ্য বিভাগকে পরিবার পরিকল্পনা বিভাগ সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছেন। উপজেলা পর্যায়ে প্রতিদিন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীগন সবচেয়ে বেশি সার্ভিস প্রোভাইড করছেন। তথাপিও নবীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগটি জরাজীর্ণ পরিবেশে পরিত্যাক্ত ভবনে তাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পরিবার পরিকল্পনা অফিস গুরুত্বপূর্ণ, দায়িত্বপ্রাপ্ত বিভাগ হয়েও অবহেলিত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় ওই অফিসে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জীবনের নিরাপত্তা বিধান কল্পে পরিবার পরিকল্পনা অফিস জরুরী ভিত্তিতে মেরামত/ হাসপাতালের মূল ভবনে প্রয়োজনীয় সংখ্যক রুম বরাদ্দ প্রদানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ, এলজিডি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টসহ এবং স্থানীয় সংসদ সদস্য এর সদয় দৃষ্টি আকর্ষণ করছেন। উল্লেখ্য যে বাংলাদেশের সবকয়টি উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপজেলা হেলথ কমপ্লেক্সের মূলভবনে অবস্থিত। একমাত্র নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়টিই মূল ভবনের বাহিরে রয়েছে। উক্ত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে একাধিকবার লিখিত ও মৌখিক ভাবে অবহিত করা সত্ত্বেও প্রয়োজনীয় সংখ্যক রুম বরাদ্দ পাওয়া যায়নি। জনস্বার্থে নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসটি অন্যত্র স্থানান্তর করা একান্ত আবশ্যক বিধায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ওই অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com