শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

তালামীযে ইসলামিয়ার বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত ॥ উচ্চাভিলাস পরিহার করে দ্বীনের কাজ আনজাম দিতে হবে-মাওঃ হুছামুদ্দীন

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, তালামীযে ইসলামিয়া একটি আদর্শবাদী ছাত্রসংগঠন। এ সংগঠনের কর্মীদেরকে রাসুল (সা.)-এর সুন্নাত ও সুন্দর আমল-আখলাকের অধিকারী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনাসহ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সাথে সাথে দ্বীনি জ্ঞান অর্জন করে সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারী ফেৎনাবাজদের প্রতিহত করতে তালামীয কর্মীদেরকে শীসাঢালা প্রাচিরের ন্যায় সুদৃঢ় থাকতে হবে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামি সংগঠনের কর্মসূচি বাস্তবায়নই হচ্ছে দ্বীন বাস্তবায়ন। তাই যাবতীয় উচ্চাভিলাস পরিহার করে খুলুসিয়াতের সাথে দ্বীনের কাজ আনজাম দিতে হবে। তিনি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর দমন-পীড়ন ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধের আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা, পৌর, কলেজ ও মাদরাসার দায়িত্বশীলদের নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন-এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওঃ মঈনূল ইসলাম পারভেজ ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওঃ আজির উদ্দিন পাশা। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল। কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন-বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওঃ আতাউর রহমান ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওঃ শিহাব উদ্দিন আলীপুরী। এতে আরো বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালীউর রহমান সানী ও অর্থ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সিলেট মহানগর সভাপতি জাহেদুর রহমান, পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার, পূর্ব জেলা সভাপতি মোঃ কামাল উদ্দীন, মৌলভী বাজার জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি মাসরুর হাসান জাফরী, সুনামগঞ্জ জেলা সভাপতি ছালিক আহমদ সুমন, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি আমিমুল ইহসান তাহসিন, শাবিপ্রবি সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ, পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com