শুক্রবার, ৩০ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে মাদক সেবনের টাকার জন্য প্রবাসী স্ত্রীকে কুপিয়েছে মাতাল স্বামী

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গনশ্যামপুর গ্রামে মাদক সেবনের টাকার জন্য রুজিনা আক্তার (৩৫) নামের এক প্রবাসী স্ত্রীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে মাদকসেবী স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত এমরান হোসেনের কন্যা।
জানা যায়, আজ থেকে ১৫ বছর আগে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে আরজু মিয়া (৪০) এর সাথে রুজিনার বিয়ে হয়। সম্প্রতি জীবিকার তাগিদে সৌদি আরব চলে যায়। এদিকে, আরজু সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে। ইদানিং রুজিনা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশে আসে। দেশে আসার পর মাদকসেবনের টাকার জন্য আরজু রুজিনার উপর নির্যাতন শুরু করে। গত শুক্রবার গভীর রাতে মাদক সেবনের টাকার জন্য রুজিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে আরজু। রুজিনার আত্মচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে আরজু পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com