বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৪৯৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ৬ বছরের শিশু ইতি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘন্টা শহরের দাউদনগর বাজারে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলাবাসী। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ তানভীর আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন-বিরামচর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী শফিক মিয়া তালুকদার, পৌর কাউন্সিলর আব্দুল গফুর, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, পৌর কাউন্সিলর খায়রুল আলম মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মোঃ নয়াব আলী, পৌর কাউন্সিলর মোঃ মাখন মিয়া, জেলা পরিষদের সদস্য মোছাঃ আলেয়া বেগম, পৌরসভার মহিলা কাউন্সিলর লাইজু আক্তার, আছমা আব্দুলাহ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক সৈয়দ ফখর উদ্দিন শাকিল, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়াউর রহমান, সিএনজি মালিক-শ্রমিক নেতা এ.জে টুটুল, ব্যবসায়ী দুলাল আহমেদ, আল আমিন সোহাগ, পারভেজ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন-অনতিবিলম্বে শিশু ইতি হত্যার রহস্য উদঘাটন করা হউক। অন্যতায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। এমনকি ঢাকা-সিলেট রেলপথ ও মহাসড়কে অবরোধ করে ইতি হত্যার বিচার দাবী জানানো হবে। এর আগে সকাল ৯টা থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে এলাকাবাসী। এক পর্যায়ে মানববন্ধনটি দাউদনগর বাজার পয়েন্ট থেকে রেলওয়ে পাকিং পর্যন্ত রাস্তার পাশে দাড়িয়ে ইতি হত্যার বিচারের দাবী জানায় উপজেলাবাসী। এর আগে গত ২৬ জুলাই বৃহস্পতিবার সকালে বিরামচর গ্রামের সাহেববাড়ী মসজিদের পাশে ধান ক্ষেত থেকে বস্তাবন্দি শিশু ইতি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৫ জুলাই বুধবার সকালে মক্তব পড়তে গিয়ে আর বাড়ি ফিরেনি ইতি আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com