শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

পৃথিবীতে ৫০ কোটি পাগল ৭৫ ভাগই উন্নয়নশীল দেশে

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৩২১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সোমবার সারা বিশ্বব্যাপি ‘মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৫০ কোটি মানসীক রোগী রয়েছে। আর এই মানসীক রোগীদের ৭৫ ভাগই উন্নয়নশীল দেশগুলোতে অবস্থান করছে। মঙ্গলবার (১১ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আল-জাজিরা জানায়, গরীব দেশগুলোতে মানসিক রোগীদের অবস্থা শোচনীয়। কারণ এসব দেশে মানসিক রোগীদের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকেনা। আর এসব দেশে মানসিক রোগে আক্রান্ত ব্যাক্তি অর্থাৎ পাগলদের সত্যিকারের অবস্থাটা কোন পর্যায়ে আছে তাও সঠিকভাবে নির্নয় করা হয়না। তাদেরকে এক প্রকার জনবিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে সম্পূর্ন একা একা ধুকে ধুকে একসময় তারা নি:শেষ হয়ে যায়।
উদাহরণ হিসেবে ভারতের চিত্র তুলে ধরে আল-জাজিরা জানায়, দেশটি জাতীয় স্বাস্থ্য বাজেটের মাত্র ১ শতাংশ মানসিক স্বাস্থ্য খাতে ব্যায় করে যা খুবই নগন্য। আর দেশটির ১২০ কোটি মানুষের জন্য সাইকোলজিস্ট রয়েছেনব মাত্র ৫ হাজার। এ পরিসংখ্যানটিও মোটেও সন্তোষজনক নয়। দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক কৃষক আত্মহত্যা করে। মানসীক রোগে আক্রান্তরা সবচেয়ে শোচনীয় অবস্থায় থাকে আফ্রিকার দেশগুলোতে। এরমধ্যে টগোকে বলা যায় পাগলদের জন্য সবচেয়ে বাজে দেশ। সেখানকার পাগলদের কবিরাজি চিকিৎসা করা হয়। আধ্যাত্মশক্তির দাবিদার বিভিন্ন কবিরাজ এসব পাগলের মধ্যে কোন বাজে শক্তি ভর করেছে বলে পরিবারকে জানায় এবং ওই অশুভ আত্মাকে শরীর থেকে বের করে আনার কথা বলে রোগীদের নির্যাতনও করে থাকে। দেশটিতে বনে জঙ্গলে পাগলদের নিয়ে রাখা হয়।
সাম্প্রতিক সময়ে যুদ্ধ বিগ্রহও মানসিক রোগের অন্যতম কারণ। সমীক্ষায় দেখা গেছে, সিরিয়ার অনেক শিশু অল্প বয়সেই পাওয়া শারীরিক ও মানসিক আঘাতকে কাটিয়ে উঠতে পারছেনা। সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com