রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭ কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন হবিগঞ্জ পৌর মেয়র সেলিম হাইকোর্টের আদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

বাহুবলে রাস্তা বন্ধ করে দেয়ায় বিড়ম্বনার শিকার এক পরিবার

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পল্লীতে রাস্তা বন্ধ করে দেয়ায় বিয়ের অনুষ্ঠান নিয়ে বিড়ম্বনায় পড়েছে একটি পরিবার। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এ নিয়ে সংঘাত-সংঘর্ষ সৃষ্টি হতে পারে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার শ্যামপুর গ্রামের শ্রীকান্ত সূত্রধরের পুত্র নিবাস সূত্রধর ও একই বাড়ির বাসিন্দা হেমেন্দ্র সূত্রধরের পুত্র সুমেন্দ্র সূত্রধর ও সুরেন্দ্র সূত্রধরের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আদালতে উভয় পরিবারের মামলা-মোকদ্দমা চলে আসছে। সম্প্রতি শ্রীকান্ত সূত্রধরের ভাই নিবাস সূত্রধরের বিয়ে ঠিক হয়। আগামী রোববার তার বিয়ে অনুষ্ঠিত হবে। এ বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়িতে আত্মীয়-স্বজনের আনা-গুনা শুরু হলে প্রতিপক্ষ সুমেন্দ্র সূত্রধর ও তার ভাই সুরেন্দ্র সূত্রধর তাদের বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দেন। এ অবস্থায় শ্রীকান্ত সূত্রধর ও তার পরিবারের সদস্যরা মারাত্মক বেকায়দায় পড়েন। তারা এ ব্যাপারে স্থানীয় মুরুব্বীদের শরণাপন্ন হয়েও কোন সমাধান পাননি। তারা বিয়ের অনুষ্ঠান দিয়ে সংশয়ে রয়েছেন। শ্রীকান্ত সূত্রধর জানান, আমরা ও আমাদের প্রতিপক্ষ সুমেন্দ্র সূত্রধর একই বাড়ির বাসিন্দা। যুগের পর যুগ ধরে আমরা একে অপরের উঠানের উপর দিয়ে বাড়ি থেকে বেড় হই। কিন্তু গত শুক্রবার প্রতিপক্ষের লোকজন উঠানে বেড়া দিয়ে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে আমরা বাড়িঘরে প্রবেশ ও বাহির হতে পারছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com