শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ইভটিজার ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং শাস্তির দাবীতে উত্তাল বানিয়াচং ॥ আজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে মানববন্ধন শিক্ষকদের জরুরী সভা

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ৪৪৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ ইভটিজার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ক্রমশই উত্তাল হচ্ছে বানিয়াচং। গত সোমবারের বেঁধে দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম এর মধ্যে আসামী গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে পুরো বানিয়াচংয়ে। গতকাল বানিয়াচং উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ডাঃ ইলিয়াছ একাডেমীতে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জনাব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাফিউজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, আইডিয়েল কলেজ এর পিন্সিপাল স্বপন কুমার দাশ, এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপূল ভূষন রায়, ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমদ আলী, গোলাম রব্বানী, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের প্রমুখ। বক্তারা বেঁেধ দেয়া সময়ের মধ্যে কোন আসামী গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন। দু-এক দিন এর মধ্যে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। এদিকে আজ বানিয়াচংয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষকদের নিয়ে বিশাল মানব বন্ধন পালন করা হবে বলে সভা সুত্রে জানা গেছে। উল্লেখ্য, বানিয়াচং ইলিয়াছ একাডেমীর জনৈক এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বখাটের বিরুদ্ধে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়ায় ডাঃ ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক আবদুল মোছাব্বির এর বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে বখাটের স্বজনরা। গত রোববার রাত ৮টার দিকে প্রথমরেখ মহল্লার বাড়িতে এই সন্ত্রাসী হামলা  চালানো হয়েছে। সন্ত্রাসীরা শিক্ষকের ঘর-দরজা ভাংচুর ও ঘরের আসবাবপত্র তছনছ করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় শিক্ষকের ভগ্নিপতি আবদুল মতিন ও তার স্ত্রী আহত হয়। এদিকে বর্বরোচিত হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে উপজেলা পরিষদ মাঠে গত সোমবার বিক্ষোভ কর্মসূচী পালন করেন উপজেলা সদরের সব মাধ্যমিক শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন। ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিরা সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। গতকাল আল্টিমেটাম এর সময় শেষ হলেও কোন আসামী গ্রেফতার হয় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com