শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন-আওয়ামী লীগ সরকার দেশের সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় দুঃস্থ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে। বয়স্ক ভাতা, অসচ্ছল এবং প্রতিবন্ধিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে তাদের প্রাপ্ত অধিকার ফিরিয়ে দিচ্ছে। পক্ষান্তরে বিএনপি জোট সরকার এসব অসহায় মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। তাই তিনি সকল মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরাধীন নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় অস্বচ্ছল প্রতিবন্ধি এবং প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকার ইকবাল, লুকড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ আব্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহান, লস্কারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরু প্রমুখ। অনুষ্ঠানে ১৯১জনকে অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা, প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রাথিমিক স্তরে ৭১ জন, মাধ্যমিক স্তরে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে ২ জনের মাঝে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছাড়া ত্রাণ ও পূর্নবাসন অধিদপ্তরের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দুস্থ বা অসহায় ব্যক্তি পর্যায়ে মোট ৬৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়াও ঐচ্ছিক তহবিল থেকে ১৪৮ জন দুস্থ ব্যক্তির মাঝে ২ লাখ ৮২ হাজার টাকা বিতরণ করেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com