স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার এড়ালিয়া গ্রামে শামসুদ্দিন আহমেদ হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারভূক্ত ১৯ আসামীর মধ্যে বাকীরা শুরু থেকেই পলাতক। গত ১৮ এপ্রিল গাছের ডাল কাটার মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। শামসুদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী প্রতিবেশী মিনহাজ উদ্দিন লেচু ও বদু মিয়া এবং তাদের পরিবারের লোকজন। হত্যাকান্ডের পর লেচু মিয়া ও বদু মিয়ার বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় নিহত শামসুদ্দিনের লোকজন। অন্তত ৪টি পাকাঘর পুরোপুরিই মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। ২টি টিন শেট ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। এসব বসতঘরে থাকা নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, আসবাব পত্র, তৈজসপত্র, ধান চাল, গরু ছাগল সব কিছুই লুট করে নিয়ে গেছে নিহত শামসুদ্দিনের পরে বিক্ষুব্দ লোকজন।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রশ্ন করেন-কোনটাকে আপনি নৃশংস বলবেন? ‘হত্যাকান্ডকে না কি প্রতিপক্ষের দালান বাড়িঘর একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে সর্বস্ব লুটপাটকে ?’ এমন দু’টি নৃশংস ঘটনাই ঘটেছে বানিয়াচঙ্গের এড়ালিয়াপাড়া গ্রামে। গত ১৮ এপ্রিল বিরোধকে কেন্দ্র করে শামসুদ্দিন আহমদ প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হন। হত্যাকান্ডের পর হত্যার সাথে জড়িতরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এরপর চলে আরেক নৃশংসতা। বাড়িঘরের ইট কাঠ রড খুলে নেয়া হয়। লুট করা হয় বাড়ির সবকিছু। একটি হত্যাকান্ডের বিপরীতে আসামীদের অন্তত কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে- কোনো কোনো আসামীর বাড়িঘরের কোনো চিহ্ন পর্যন্ত রাখা হয়নি। দালান ঘর গুলোর এপাশ থেকে ওপাশ সর্বত্র ধ্বংসলীলা। হত্যা মামলায় জড়িয়ে দেয়ার ভয়ে এলাকার কেউ মুখও খুলছেন না। হত্যাকান্ড এবং লুটপাটের বিরুদ্ধে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। খোদ স্থানীয় ইউপি চেয়ারম্যানই এব্যাপারে মুখ খুলতে নারাজ। আর থানা পুলিশ জানেই না হত্যাকান্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে এমন বিধ্বংসী ভাংচুর লুটপাট করা হয়েছে।
নিহত শামসুদ্দিনের বোন সখিনা বেগম জানান- হত্যা মামলা থেকে বাচতে আসামীরাই নিজেদের বাড়িঘর ভাংচুর করেছে। হত্যাকান্ডের পরপরই আসামীরা এলাকা ছাড়া। কিভাবে তারা তাদের বাড়িঘর ভাংচুর করতে পারে? এমন প্রশ্নের কোনো জবাব নেই সখিনা বেগমের কাছে। নিহতের ছেলে রফিকুল ইসলাম পলাশ জানান- হত্যাকান্ডের পর সাধারণ মানুষ আসামীদের বাড়িঘর ভাংচুর লুটপাট করেছে। তবে সাধারণ মানুষ কারা এব্যাপারে কারও নাম বলতে পারেননি পলাশ। পলাশ জানান- আমরা ২ ভাই, ১ বোন। আমাদের এখন দেখার কেউ নেই। আমি আমার পিতা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। এলাকার মহিবুর রহমান জানান-হত্যাকান্ডটি যেমন নৃশংস ভাংচুর লুটপাটও কাম্য ছিল না। স্থানীয় মানিক মিয়া জানান- আমরা হত্যার বিচার চাই, একই সাথে লুটপাটকারী দুর্বৃত্তদের শাস্তি চাই। মিনহাজ উদ্দিন লেচু মিয়ার ছেলে কায়সার অজ্ঞাত স্থান থেকে এ প্রতিবেদককে জানান- নিহত শামসুদ্দিনের পরিবারের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তার বাড়ির সাথে আমাদের বাড়ির সীম সীমানাও নেই। আমাদের মহল্লার সর্দার নির্বাচন নিয়ে আমার বাবার সাথে কারও কারও মনোমালিন্য চলে আসছিল। এরই অংশ হিসাবে হত্যা মামলায় আমাদেরকে আসামী করা হয়েছে। শুধু আসামী করেই তারা ক্ষান্ত নয়, আমাদের সহায় সম্বল লুটপাট করা হয়েছে। বাড়িঘর চুরমার করে ফেলা হয়েছে। আমার এক ভাইকে হত্যাকান্ডের কিছুদিন আগে বিয়ে করিয়েছি, আরেক ভাই এক দেড় বছর পূর্বে বিয়ে করেছেন। দুই ভাইয়ের বিয়ের সরঞ্জামাদি স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। কাওছার জানান- শুধু আমাদের পরিবারেরই অন্তত ৭০/৮০ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
এব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান- হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। বাড়িঘর ভাংচুর লুটপাটের বিষয়ে জানতে চাইলে ওসি দেলোয়ার হোসেন বলেন, কই, কেউ তো আমাদেরকে বলেনি, ভাংচুরের ছবি দেখানোর পর ওসি দেলোয়ার হোসেন জানান- এব্যাপারে মামলা দায়ের করা হলে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ জানান- হত্যা মামলার পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বাড়িঘর ভাংচুর লুটপাট করা হয়েছে সত্য। কিন্তু কারা এর সাথে জড়িত সেটা তদন্তের বিষয়। তাছাড়া কেউ তো বাড়িঘর লুটপাটের অভিযোগ নিয়ে থানায় আসেনি। আমরা কিভাবে ব্যবস্থা নিতে পারি?