মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

চুনারুঘাটে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরূপ প্রভাব ভেঙ্গে যাচ্ছে খোয়াই সেতু

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৩৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হুমকীর মুখে পড়েছে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারের খোয়াই সেতু। বর্ষার শুরুতেই নদী গর্ভে ভেঙ্গে পড়ছে পাথর সলিং। সংযোগ সড়কটিও ইতোমধ্যে ভেঙ্গে পড়তে শুরু করেছে। বিগত দুই বছর যাবৎ বর্তমান সরকারের প্রভাবশালী নেতা-কর্মীরা খোয়াই নদীর রাজার বাজার অংশ থেকে শক্তিশালী মেশিন দিয়ে বালু উত্তোলনের কারনে নদীটি গভীর হয়ে তীরে ভাঙ্গনের জন্ম দেয়। খোয়াই ব্রীজের আশ পাশ থেকে বালু উত্তোলন করায় প্রথমে ব্রীজের পিলার ভেসে উঠে ও সড়কের সংযোগস্থলে ফাটল দেখা দেয়। গত ১ সপ্তাহ ধরে বৃষ্টি শুরু হওয়ায় ব্রীজের পশ্চিম অংশ দেবে গিয়ে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে ওই ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। ১০ বছর আগে রাজার বাজারের কাছে খোয়াই সেতুটি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে সরকার। সেতুটি নির্মিত হলে উপজেলার পূর্বাঞ্চলের ৫টি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগে নতুন যুগের জন্ম হয়। পরবর্তীতে ব্রীজের পূর্ব পাশে খোয়াই খেলার মাঠকে নিরাপদ রাখতে সরকার নদীর পূর্ব তীরে পাথর সলিং করলে নদীর ¯্রােত এক তরফা ভাবে পশ্চিম তীরে এসে ধাক্কা দিতে শুরু করে। এরই মাঝে জনৈক জিতু মিয়া বিগত ২ বছর যাবৎ ব্রীজের আশ-পাশ থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করতে থাকলে নদীটি গভীর হয়ে ব্রীজটিকে মারাত্মক হুমকীর মুখে ঠেলে দেয় এবং রাজার বাজারে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়ীও হুমকীর মুখে পড়ে। সাধারন মানুষের জান-মাল নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় লোকজন রাজার বাজারে বালু উত্তোলন বন্ধ রাখতে স্থানীয় চেয়ারম্যানের কাছে অনুরোধ করেন। কিন্তু বালু উত্তোলন চলে যথা নিয়মে। এ ক্ষোভে চলতি বছরের মার্চের শেষের দিকে রাজার বাজার, আশ্রাবপুর ও গংগানগর গ্রামের লোকজন বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে এবং ২ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে। এর পরও বালু উত্তোলন বন্ধ করা যায়নি। প্রকারান্তরে পত্র-পত্রিকায় বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে বালু উত্তোলনকারীরা পরিস্থিতি তাদের অনুকুলে নেয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। চলতি বছর কৌশল হিসেবে বালু মহালটি লীজ আনেন প্রভাবশালী মহল। ভুক্তভোগীরা বলেন, বর্ষার শুরুতেই খোয়াই ব্রীজটির পশ্চিম অংশ ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটাবে। এমনকি রাজার বাজারের অনেকের বাড়ী-ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com