শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে গৃহবধু নির্যাতন শ্বশুর ও ননদ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদের নির্যাতনের শিকার হয়েছে মাসুমা আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় মাসুমা আক্তারের দায়ের করা মামলায় শ্বশুর ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার মাসুমা কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার কন্যা ও পার্শ্ববর্তী শাহবাজপুর গ্রামের খছরু মিয়ার স্ত্রী। মামলার বিবরণে প্রকাশ, ২০০৯ সালে শাহবাজপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র খছরু মিয়ার সাথে মাসুমার বিয়ে হয়। মাসুমার ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর মাসুমা জানতে পারে খছরু নেশা করে  ও জুয়া খেলে। বিয়ে হয়ে যাওয়ায় স্বামীকে এসব খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে মাসুমা। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য মাসুমাকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে  স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মাসুমা তার পিতার বাড়ি রাইয়াপুরে বসবাস শুরু করে। সম্প্র্রতি মাসুমার পিতার বাড়ি থেকে নবীগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় তাদের সংসার পুনরায় শুরু করে খছরু। কিছুদিন পূর্বে যৌতুকলোভী খছরু সংসারের খরচ চালানোর জন্য তার স্ত্রীকে সিএনজি কিনার জন্য ৪ লাখ টাকার জন্য চাপ দেয়। এতে অসম্মতি প্রকাশ করলে মাসুমাকে গত ২৩ই মার্চ বিকেলে খছরু ও তার পিতা জামাল উদ্দিন, মা খাইরুন নেছা এবং দু’বোন রুসনা ও জাসমিন বেগম মিলে মাসুমাকে মারধর করে গুরুতর আহত করে। এসময় স্বামী খছরুর রামদার কুপে মাসুমার দুটি আঙ্গুল কেটে যায়। খবর পেয়ে মাসুমার আত্মীয় স্বজন এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর  মাসুমা বাদি হয়ে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে পুলিশ গত শুক্রবার দিবাগত রাত ১টায় শাহবাজপুর গ্রাম থেকে মাসুমার শ্বশুর জামাল উদ্দিন ও ননদ রুসনা বেগমকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com