আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মাদক ব্যবসায়ী ৩ মহিলাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রামম্যান আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত মাদক পাচারকারী ভৈরব থানার চন্ডিবের গ্রামের শাহ আলমের স্ত্রী তৌহিদা বেগম (৩০) কে ৬ মাসের, ভৈরবপুর গ্রামের আংগুর মিয়ার স্ত্রী রাহেলা খাতুন (৫০) ও কিশুরগঞ্জ জেলার নিকলি থানার কুসরা গ্রমের সুরুজ মিয়ার স্ত্রী রোকিয়া বেগম (৪০) কে ২মাস করে বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন। এর আগে সকাল সাড়ে ৫টার দিকে ৫৫ বর্ডার গার্ড বিজিবির হরষপুর সীমান্ত— পাড়ির হাবিলদার জহির এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর বঙ্গবরি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শরীরে পিটিং করা ১শ ৪৫ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করেন।