রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় বিকাশে প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় ব্যাংক, বিকাশ ও নগদ থেকে প্রতারনা করে হাতিয়ে নেয়া ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা এবং ১২ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক মালিককে ফেরত প্রদান করা হয়েছে। এর আগে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করলে গতকাল পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এর মধ্যে মোঃ ছালিক মিয়া (৪৭) অভিযোগ করেন ব্যাংক একাউন্ট থেকে প্রতরণার মাধ্যমে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়, মুজাম্মেল হক (২৫), অভিযোগ করেন ১৫ হাজার ৩০০ টাকা ভুলবশত বিকাশে চলে যোগাযোগ বিচ্ছিন্ন করে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। মোছাঃ পারুল আক্তার (৪০), অভিযোগ করেন বিকাশে প্রতারণার মাধ্যামে ১০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। মোঃ আজিজুল হক, অভিযোগ করেন ২২ হাজার টাকা ভুলবশত বিকাশে টাকা চলে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে টাকা ফেরত দিতে অস্বীকার করা হয়। মোঃ রুস্তম আলি (৪৭), অভিযোগ করেন বিকাশ একাউন্ট হ্যাক করে ২৩ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়ে যাওয়া হয়। মোঃ শরীফ আহমেদ অভিযোগ করেন বিকাশ একাউন্ট হ্যাক করে ১৪ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়া হয়। পলাশ পারভেজের, মোঃ আরমান হাসান, মোঃ; সাইফুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, মোছাঃ আছমা আক্তার, গীতাঞ্জলী বাকতী, লাকমান মিয়া, জালাল মিয়া, মেহেদী হাসান রাজু ও ছালেক মিয়ার মোবাইল ফোন হারিয়ে গেলে জিডি করা হয়। এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেগুলো উদ্ধার করে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com