মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম -২ এর বরাদ্দকৃত খাদ্য বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আন্দিউড়া, নয়াপাড়া, আদায়ের ও ছাতিয়াইন ইউনিয়নের ৪ টি সিআইজি সমিতির ৪ টি প্রদর্শনীতে মৎস্য খাদ্য বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী উপস্থিত থেকে মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য তুলে দেন।