মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে-মাহফুজা আক্তার শিমুল ॥ সুশিক্ষায় শিক্ষিত হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর (সার্কেল) অতিরিক্তি পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল ভালভাবে পড়ালেখা করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মাহফুজা আক্তার শিমুল বলেন, ভাল শিক্ষার্থী গড়ে তোলার জন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানেরা ঠিকমত স্কুলে এসে কøাস করছে কি না, তা নিয়মিত খোঁজ নিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে তৈরি করা সম্ভব হবে না।
সম্প্রতি হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি অনাকাঙ্খিত ঘটনার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ রোকেয়া খানম ও সঞ্চালনা করেন সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সিনিয়র শিক্ষক সারোয়ার আলম প্রমুখ।
অতিরিক্তি পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল আরো বলেন, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোন ঘটনা ঘটলে প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিজেদের অভিভাবককে জানাতে হবে। তারা কোন সমাধান দিতে না পারলে পুলিশকে জানাতে হবে। পুলিশ তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনাকাঙ্খিত ওই ঘটনার জানার পর তাৎক্ষণিকভাবে ছাত্রীর পরিবারের সাথে দেখা করে তাদের শান্তনা দিয়েছি। ছাত্রীটির মনোবল যাতে দুর্বল না হয় সেজন্য তাকেও মানসিকভাবে শক্তি দিয়েছি।
অতিরিক্তি পুলিশ সুপার বলেন, স্কুল-কলেজ চলাকালীন সময় ঘোরাফেরা করা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীকে মনে রাখতে হবে, তাদের মা-বাবা অনেক আশা নিয়ে কষ্টের উপার্জন দিয়ে সন্তানদের সুশিক্ষিত হওয়ার জন্য লেখাপড়া করাচ্ছেন। মা-বাবা শ্রম ও অর্থের মূল্যায়ন করতে হবে। এসময় তিনি ইভটিজিং, বাল্য বিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে সচেতন হতে শিক্ষার্থীদের আহ্বান জানান।
হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মতবিনিময় সভার সভাপতি মোছঃ রোকেয়া খানম দুঃখ প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com