নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের গহরপুর গ্রামে হাজী বাড়ি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ফিতা কেটে হাজী বাড়ি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়। বাউশা ইউনিয়নের গহরপুর গ্রামের কৃতি সন্তান ভূমিদাতা পরিবারের সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে ইউনিলিড স্কুলের ভাইস প্রিন্সিপাল আখলাক মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, হিরা মিয়া গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ, হাজী বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র দাস, শামসুল ইসলাম অনু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি সদস্য বাছিতুর রহমান, লাল মিয়া, নুরুল মিয়া, আব্দুল হামিদ, আব্দুল কাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা ভবন দাতা শিক্ষা অনুরাগী আমেরিকা প্রবাসী ইলিয়াছ আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গহরপুর গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিতে এই উদ্যোগ নেন ইলিয়াস আহমদ। তিনি চান তার এলাকায় শিক্ষা আলো ছড়িয়ে দিতে। এই মহৎ কাজের জন্য ইলিয়াস আহমদ ও তার পরিবারের লোকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।