Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একুশে টেলিভিশনের শ্রেষ্ট প্রতিনিধির পদক পেলেন মৌলভীবাজারের সাংবাদিক বিকুল চক্রবর্তী

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলার সাংবাদিক বিকুল চক্রবর্তী একুশে টেলিভিশনের শ্রেষ্ট প্রতিনিধির পদক পেয়েছেন, বিকুল চক্রবর্তী মৌলভীবাজার জেলার ইমজার সাধারণ সমপাদক ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। একুশে টেলিভিশন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে ২০০৭ সালে নিয়োগ পান তিনি। প্রতিনিধি সম্মেলন ২০১৯ অনুষ্ঠানে ২০১৮ সালের শ্রেষ্ঠ প্রতিনিধি মনোনীত হন গতকাল ২২ জুন শনিবার। ঢাকা একুশে টেলিভিশন এর হলরুমের অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চৌধুরী (এম,পি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী কে. এম খালিদ (এম,পি)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল জেলার প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিউজ এডিটর সহ একুশে টেলিভিশনের ব্যবস্থাপক ও পরিচালক। শ্রেষ্ঠ প্রতিনিধি হওয়া প্রসঙ্গে বিকুল চক্রবর্তী বলেন, আমি মৌলভীবাজারের সন্তান হিসেবে আজ গর্বিত। আমি মৌলভীবাজারের মান রাখতে পেরেছি। আমার এই অর্জন এটা আপনাদের। এটা মৌলভীবাজারের জেলার সকল সাংবাদিকদের। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করে আসছি। আপনাদের সহযোগিতার ফলে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিনিধির সুনাম অর্জন করতে পেরেছি।