Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইসলামিক ফাউন্ডেশনে ইমাম সম্মেলনে আবু জাহির এমপি জঙ্গীবাদ ও ধর্মের নামে অপপ্রচার দূর করতে ইমামগণকে ভূমিকা রাখতে হবে

স্টাফ রিপোর্টার ॥ ইমামগণ জঙ্গীবাদ, সন্ত্রাস ও ধর্মীয় অপপ্রচার দূর করতে যথাযথভাবে ভূমিকা রাখতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির। তিনি গতকাল সকালে হবিগঞ্জ সার্কিট হাউজ সভাকক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রশিণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য আরো বলেন, সমাজের সর্বস্তরের মানুষ ইমামদের শ্রদ্ধা করেন এবং তাদের বক্তব্য ধর্মীয় বিধানের মতই পালন করতে সচেষ্ঠ থাকেন। কাজেই ইমামগণ স্ব স্ব এলাকায় জনগণকে সচেতন করতে পারেন।
সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক (দ্বীনি দাওয়াত বিভাগ) মো. লুৎফুর রহমান সরকার এবং উপ পরিচালক আ ফ ম আব্দুর রাজ্জাক, মওলানা নরুল আমিন বক্তব্য দেন। সম্মেলন শেষে জেলার ৮ উপজেলার কয়েকজন দরিদ্র ব্যক্তির হাতে ফাউন্ডেশনের আর্থিক অনুদানের চেক এবং ১০ জন নারীর প্রত্যেককে ১ টি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশিণপ্রাপ্ত ইমাম সহ সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।