Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ॥ ভবিষ্যৎ প্রজম্মকে নীতি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে হবে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন-সমাজ থেকে সন্ত্রাস-দূর্নীতি দুর করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজম্মকে পুথিগত বিদ্যার পাশাপাশি আচার-আচরণ, নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে হবে। কারণ তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের যদি সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলা যায় তাহলে জাতির ভিত্তি মজবুত হবে। শিক্ষার প্রসার ও গুনমত মান বৃদ্ধির লক্ষে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে সততা ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি গত সকালে মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যাান এড.সুফিয়া আকতার হেলেন, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাজহারুল হুদা, তুহিন কান্তি দাস, শিক্ষক সমিতির সভাপতি শেখ কামরুল হাসান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা প্রমূখ।