Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে লক্ষাধিক টাকা মুল্যের চোরাই সেগুন কাঠ আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের কালেঙ্গা বন রেঞ্জের রশিদপুর বন বিট থেকে চুরি হয়ে আসা ৫৫ সিএফটি সেগুন কাঠ আটক করেছে স্থানীয় জনতা। ১২ জুন সকালে ট্রাক্টর যোগে ওই কাঠ মীরপুর বাজারে পাচারের সময় ট্রাক্টরসহ সেগুন কাঠগুলো রানীগাও ইউনিয়নের আটালিয়া নামক স্থানে আটক করা হয়। কাঠ আটকের বিষয়টি কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আলা উদ্দিনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে কাঠগুলো জব্দ করেন এবং অবৈধ কাঠ বহন কাজে ব্যবহৃত ট্রাক্টর ও এর ড্রাইভার মিজানকে ছেড়ে দেন তিনি। এ নিয়ে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আটক কাঠ চুনারুঘাট টহল অফিসে জমা আছে।
স্থানীয়রা জানান, চুনারুঘাটে উপজেলার রশিদপুর সংরক্ষিত বনের প্রাকৃতিক বৃক্ষরাজিতে ভরপুর ছিলো এক সময়। চোরেরা অবাধে গাছ কেটে নেয়ার কারনে রশিদপুর বন বিট বৃক্ষ শুন্য হয়ে পড়ে। এলাকাবাসি ও বন বিভাগ সুত্র জানায়, সিলেট বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বনটিতে এক সময় প্রাকৃতিক গাছে সমৃদ্ধ ছিলো। ওই বনে ছিলো সেগুন, চাম, জাম, চাপাসিল, আওয়ালসহ নানা প্রজাতির গাছ। সে সময় বনে বন্যপ্রানীও ছিলো। শ্রীমঙ্গল ও রানীগাও, সাটিয়াজুড়ি ইউনিয়নে’র সংঘবদ্ধ বনদস্যুরা সেই গাছ কেটে সাবাড় করে দিলে বনটি বৃক্ষশুন্য হয়ে পড়ে। ২০০৬-২০০৭ সালে বন বিভাগ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, বন্যপ্রানী সংরক্ষণ ও জীব বৈচিত্র সংরক্ষনের লক্ষ্যে বন বিভাগ কালেঙ্গা ও সাতছড়ি রেঞ্জের বিভিন্ন বনে সামাজিক বনায়নের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় রশিদপুর বন বিটের বৃক্ষশুন্য ৭৪ হেক্টর ভূমিতে মেনজিয়া, সেগুনসহ নানান জাতের বৃক্ষ রোপন করে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায়। কোটি টাকা ব্যয়ে সৃজিত সেই গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হয় এবং বনদস্যুরা সে সময় যে গাছ কেটে নিয়েছিলো সেই গাছের মোথায় নতুন করে গাছ গজিয়ে উঠে। এক সময় সেই গাছও বড় হয়। সম্প্রতি সামাজিক বনায়নের ৭৪ জন উপকারভোগীর মাঝে ২০/২৫ জন উপকারভোগী বন বিভাগের লোকজনের সাথে হাত মিলিয়ে রশিদপুর বনবিটের সৃজন করা গাছ কেটে নিয়ে যাচ্ছে।