Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই গ্রামের পারভেজ মিয়া বাদী হয়ে ১৯ জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমল আদালত-৪ এ মামলাটি দায়ের করেছেন। মামলাটি বানিয়াচং থানার ওসিকে এফআইআরপূর্বক ৩ কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। মামলার আসামীরা হলেন, একই গ্রামের আব্দুল মালিকের ৮ ছেলে আমিরুল (৪০), কামরুল (৩০), নজরুল (৫২), আজিজুর রহমান (৪৮), শহিদুল (৩২), শফিকুল (২৮), টিপু (২৪), সাইদুল ইসলাম (সোয়েব) (২৬) এবং একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মনিরুল ইসলাম (৪৮), আব্দুল মতলিবের ছেলে সুয়া মিয়া (৫৪), সালাউদ্দিনের ৪ ছেলে সুমন মিয়া (৩৫), সামছুল মিয়া (৩৩), ফরহাদ মিয়া (৩০) ও জায়েদ মিয়া (২৫), নুর আলীর ২ ছেলে আনোয়ার আহমেদ (২৮) ও দুলাল আহমেদ (২৬), মৃত আব্দুর রেজ্জাকের ছেলে মমিন মিয়া (৪২), মৃত সরাফত উল্লার ছেলে মোহাম্মদ আলী (৪৯) ও সুয়া মিয়ার ছেলে মাসুম (২৪)। এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জন।
মামলার বিবরণে উল্লেখ করা হয় গত ২৯ মে দুপুর ২টার দিকে আসামীরা বাদীর মালিকানাধীন চারা বিছরা হতে আসামীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক মাটি কেটে গর্ত শুরু করে। এ সময় পারভেজ মিয়া বাঁধা দিলে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আসামীরা আক্রমন করে। আক্রমনের ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন। পরে আসামীরা তার বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পারভেজ মিয়া জানান।