Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশ সুপারের উদ্যোগে নোয়াপাড়া চা-বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের নোয়াপাড়া চা-বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর মধ্যস্থতায় ওই বাগানের অচলাবস্থার নিরসন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াপাড়া চা-বাগানের ম্যানেজার ফখরুল ইসলাম ফরিদীকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা ২৫ মে থেকে কাজ থেকে বিরত থাকে। এতে বাগানে অচলাবস্থা সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি এবং বাগানের অচলাবস্থা নিরসনের জন্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে ২৮ মে মঙ্গলবার পুলিশ সুপার উভয়পক্ষকে নিয়ে তাঁর কার্যালয়ে আলোচনায় বসেন। আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা হয় এবং শ্রমিকরা গতকাল বুধবার থেকে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা গতকাল থেকে কাজে যোগ দিয়েছেন এবং এতে করে বাগানের অচলাবস্থার নিরসন হয়েছে।
হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রাজু আহম্মেদ, শ্রম অধিদপ্তরের উপপরিচালক রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন নাহিদুল ইসলাম, মাধবপুর থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, ডিজিএম রিয়াজ উদ্দিন, সহকারী ডিডি এল মোসাহিদ, শ্রমিক ইউনিয়ন সম্পাদক নৃপেন পাল, লস্করপুর ভ্যালী সভাপতি রবীন্দ্র গৌড়, চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, সম্পাদক মনি লাল বাউড়ি, শ্রমিক নেতা দুলাল ঘোষ মেম্বার, বাবুল রে‌্যালী মেম্বার, মীরা কৈরী প্রমুখ।
উল্লেখ্য গত শনিবার থেকে নোয়াপাড়া চা বাগানের সাড়ে ৯ শত চা শ্রমিক ম্যানেজার ফখরুল ইসলাম ফরিদী ও টিলা বাবু পন্ডিত রবিদাসের অপসারণের দাবীতে চা বাগানে শ্রমিক ধর্মঘট শুরু করেছিল ।