Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের আবাসিক হোটেলে দেহ ব্যবসার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জের আবাসিক হোটেলগুলোতেক দেহ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। কতিপয় ম্যানেজারদের যোগসাজশে এসব ব্যবসা চলছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। রাতের চেয়ে দিনের বেলায় এসব ব্যবসা চলে বেশি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে একটি সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, হবিগঞ্জ শহরের সিনেমা হল, বেবীস্ট্যান্ড, কোর্ট স্টেশন, শ্বশানঘাট, ঘাটিয়া বাজার, পুরাতন পৌরসভা রোডসহ বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে এসব ব্যবসা চলছে। আর রুম ভাড়া ৫শ থেকে ১ হাজার টাকা করে নিচ্ছে কথিপয় মালিক ও ম্যানেজাররা। সম্প্রতি ডিবি পুলিশের অভিযানে খদ্দেরসহ বেশ কয়েকজন কলগার্লকে আটক করে জেল জরিমানা দেয়া হয়। কিন্তু আইনের ফাক-ফোকড় দিয়ে বেড়িয়ে এসে তারা আবার এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। এতে করে যুবসমাজ বিথমগামী হচ্ছে। অপরদিকে কারও দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হচ্ছে। তবে বেশির ভাগ হোটেলে যাচ্ছে প্রেমিক-যোগলরা। নাম প্রকাশে হোটেলের ম্যানেজাররা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন বৈধ কাস্টমার পাওয়া যায়া না। তাই কতিপয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরকে ম্যানেজ করে বেশি লাভের আসায় এসব ভাড়া দিচ্ছে।