Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুলতানশী হাবেলীতে বাৎসরিক ওরস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসকি সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীতে প্রতিবছরের ন্যায় এ বছরও বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে গত সোমবার ২১শে রমজান হযরত মৌলা আলী মুসকিল কুসা (রাঃ)-এর পবিত্র শাহাদাত দিবস ও হযরত সৈয়দ আব্দুর রহিম হোসাইনী চিশতি ওরফে মলাই মিয়া এবং সুলতানশী হাবেলীর বিশিষ্ট লেখক ইসলামীক চিন্তাবিদ ও গবেষক আওলাদে রাসুল সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি ওরফে আউলিয়া মিয়ার পবিত্র বাৎসরিক ওরস পালিত হয়েছে। সৈয়দ হাসান ইমাম হোসেনী চিশতি আউলিয়া মিয়া একজন আধ্যাতিক সাধক এবং পাকপাঞ্জাতান এবং মৌলা আলীর একজন পরম আশেক ছিলেন। তিনি জীবদ্দশ্যায় বিভিন্ন ওয়াজ এবং বয়ানে ওসিয়ত করে যান যে, আমি যে তারিখেই মারা যাই না কেন আমার ওরস যেন ২১ রমজানে সুলতানশী হাবেলীতে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল সুলতানসী হাবেলীতে এই ওরস পালন করা হয়। উক্ত ওরসে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও মুরিদানগনের সমাগম ঘটে। সারা রাত্র ব্যাপী ওয়াজ, মিলাদ-মাহফিল এবং সামা মাহফিল জিকির আজগার পালন করা হয়। রাতে তবারক বিতরণ করা হয়। ফজরের নামাজের পর সুলতানশী হাবেলীর কামেল গদিশীন ও সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মশিউল হাসান টিটু মিয়া হাজার-হাজার ভক্ত-মুরিদানগনের মধ্যে মৌলা আলী মুসকিল কুসা (রাঃ) ও ওলী আল্লাহর শান-মান নিয়ে তরিকা পন্থী বয়ান পেশ করেন। পরিশেষে বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরসের সমাপ্তি করা হয়।