Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের সেই দিঘীর লীজ বাতিলের দাবি জানিয়েছেন মৎস্যজীবি সমবায় সমিতি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যে দিঘীর ইজারা নিয়ে ২টি হত্যাকান্ড ঘটেছে ও দিঘীর লিজ বাতিলের দাবী জানিয়েছে মাধবপুর মৎস্যজীবি সমবায় সমিতি। মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু গতকাল বৃহস্পতিবার সকালে এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, দরপত্র খোলার পর মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদ মৎস্যজীবি সমবায় সমিতি ২৪ লাখ ৯৭ হাজার টাকার সর্বোচ্চ দরদাতা মনোনীত হলেও অজ্ঞাত কারণে তাদেরকে ইজারা না দিয়ে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতিকে ইজারা প্রদান করা হয়। অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ জানান, ধর্মঘর দিঘীর আশপাশে তাদের সমিতির ৫ জন সদস্য থাকা সত্বে¡ও তাদের লিজ না দিয়ে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতির মাত্র ২জন সদস্য থাকার পরও তাদের লিজ প্রদান করা হয়। যা একটি চূড়ান্ত অনিয়ম। নিয়মানুযায়ী তাদের সর্বাধিক সদস্য থাকার পর সর্বোচ্চ দরদাতাও তারা। এ হিসেবে সর্বনিম্ন দরদাতা ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা পাওয়ার যোগ্য নয়। তদুপরি নিয়ম বহির্ভুত ও বেআইনীভাবে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতিকে উক্ত দিঘী লিজ প্রদান করা হয়েছে বলে জানান মুক্তিযোদ্ধা সংসদ। তারা ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতির লিজ বাতিল করে তাদের সমিতিকে ইজারা প্রদানের দাবি জানান।