Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সৈয়দ খালেদকে সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে সরকারীভাবে ইন্দোনেশিয়ায় শিক্ষা সফরে গমন উপলক্ষে গত শনিবার তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদরাসা হল রুমে তাকে এক সংবর্ধনা দেয়া হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদারের সভাপতিত্বে এতে সংবর্ধিত ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ছাড়া ও বক্তব্য রাখেন মাদরাসা গভর্ণিং বডির সাবেক সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল, গভর্ণিং বডির দাতা সদস্য আলহাজ্ব সফিকুর রহমান লেচু, শিক্ষক প্রতিনিধি মাস্টার মোঃ আব্দুল কাদির, মাওলানা আনছারুল ইসলাম, তাহিরপুর বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ তালুকদার, গভর্ণিং বডির সদস্য ফারুক আধুধহমদু, লোকমান মিয়া প্রমুখ। সংবর্ধনার জবাবে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, সরকার আমার কর্মের স্বীকৃতি দিয়েছেন। তাই বর্তমান সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, এ গৌরব কুর্শি ইউনিয়নবাসীর। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসে। তাই পড়া লেখায় গভীর মনযোগী হয়ে তাহিরপুর মাদরাসার সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে হবে। সভাপতির বক্তৃতায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন বলেন, শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে সৈয়দ খালেদুর রহম্না খালেদ আমাদেরকে গৌরবান্বিত করেছেন।
পরে সৈয়দ খালেদুর রহমান খালেদের অব্যাহত সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদার।