Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জার্মানীর ফ্রাংফুটের ওপেন ভাগ স্কুল এন্ড কলেজ থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেছে আজমিরীগঞ্জের কৃতি সন্তান ইবনুল

স্টাফ রিপোর্টার ॥ জার্মানীর ফ্রাংফুটের ওপেন ভাগ স্কুল এন্ড কলেজ থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেছে হবিগঞ্জের কৃতি সন্তান ইবনুল মিয়া। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের জার্মান প্রবাসী ইছরাব মিয়ার পুত্র। ইবনুলের কৃতিত্বপূর্ণ ফলাফলে বিশ্বের দরবারে হবিগঞ্জের মুখ উজ্জল হয়েছে। ইবনুলের কৃতিত্বপূর্ণ ফলাফলে জন্য জার্মান সরকার তাকে অভ্যর্থনা জানিয়েছে।
হাজী একরাম হোসেনের পুত্র ইছরাব মিয়া হবিগঞ্জ বৃন্দাবন কলেজের মেধাবী ছাত্র ছিলেন। ডিগ্রী পরীক্ষা শেষে প্রায় ৩০ বছর পূর্বে ইছরাব জার্মান চলে যান। তিনি জার্মানীর ফ্রাংফুট শহরের মেগডোনাল্স ইন্টারন্যাশনাল রেষ্টুরেন্টে এসিস্টেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তার একমাত্র পুত্র ইবনুল মিয়া জার্মানীর ফ্রাংফুটের ওপেন ভাগ স্কুল এন্ড কলেজে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে চতুর্থ স্থান লাভ করেন। ইবনুল তার কৃতিত্বপূর্ণ ফলাফলে গর্বিত। সে ডাক্তার হয়ে জার্মান ও বাংলাদেশের গরীব দুঃখীদের চিকিৎসা সেবা দিতে চায়। সে সকরে নিকট দোয়া ও আশির্বাদ প্রার্থী।
এদিকে ইবনুল এর উজ্জল ভবিষ্যত এর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পিতা ইছরাব মিয়া, মা পারভীন আক্তার, বোন শাকিলা বেগম, নানা শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামের আব্দুল মন্নান মিয়া।