Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আখাউড়ায় ভারতীয় মদসহ একজন আটক

মাধবপুর প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে তিতাস ব্রীজ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ মদসহ একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় মদপরিবহনকারী একটি সিএনজি (ব্রাহ্মণবাড়িয়া থ-১১-১২১০) জব্ধ করা হয়। আটককৃত ব্যক্তি হলো পৌরশহরের তারাগনের লাল মিয়ার পুত্র মো: জয়নাল মিয়া (৩০)। গত বৃহস্পতিবার রাত ৮টায় পাচারের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়ার সময় মদসহ পাচারকারীকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার এসআই মোখলেছুর রহমান ও এসআই রাসেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বাইপাস রেলগেইটে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিতে তল¬াসী চালিয়ে ৩টি বড় বস্তা দেখতে পায়। স্থানীয় লোজনের সামনে বস্তাগুলো খোলার পর ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭৬ টি দামী মদের বোতল পাওয়া যায়। এসময় সিএনজিতে থাকা মো: জয়নাল মিয়াকে আটক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস রেলগেইটে একটি সিএনজি তল্লাশী করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১৭৬ বোতল ভারতীয় দামী মদ উদ্ধার করা হয়েছে এবং মদ পাচারকারী জয়নাল মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।