Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ঝিনুক বস্ত্রালয়ের মালামাল অবশেষে জব্দ

বরুন সিকদার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার ঝিনুক বস্ত্রলায়ের মালামাল অবশেষে জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আরিফুল ইসলাম গতকাল সকালে মালামাল জব্দ করেন। জানা যায়, ঝিনুক বস্ত্রলায়ের প্রোপাইটর পৌরসভার ঘাটিয়া বাজার এলাকার বাসিন্দা নিতাই দেবনাথ ও সুমন দেবনাথ দীর্ঘ দিন ধরেই চৌধুরী বাজারে কাপড়ের ব্যবসা করে আসছিল। মন্দা ব্যবসা ও বিভিন্ন ধার-দেনার পরিমাণ বেড়ে যাওয়াতে সুমন ও নিতাই মে মাসের ৩ তারিখে দোকান বন্ধ করে গা ঢাকা দেয়। এদিকে পাওনাদারেরা টাকার জন্যে জায়গার মালিক মাহমুদুল হাসান খন্দকারের নিকট চাপ সৃষ্টি করতে থাকে। বিষয়টি নিয়ে মাহমুদুল হাসান খন্দকার এলাকার ব্যক্তিবর্গ ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনকে অবহিত করেন। পরে বিষয়টি সুষ্ঠু সুরাহা ও আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্যে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ প্রদান করেন মাহমুদুল হসান। এর প্রেক্ষাপটে গতকাল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এর নির্দেশে পুলিশ ফোর্স নিয়োগ করে ঝিনুক বস্ত্রলায়ের প্রায় ৩লাখ টাকার মালামাল জব্দ করেন।