Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হানিফ খান দ্বী-মূখি উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হলেন ইকবাল খান চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি) এর চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সচিব, বিদ্যালয় প্রতিষ্টাতা পরিবারের সদস্য অত্র বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ইকবাল খান চৌধুরী বানিয়াচং উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ হানিফ খান দ্বী-মূখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন। উল্লেখ্য গত ৭ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী জনু, শাহ মোঃ মোজাম্মিল মিয়া, মহিলা সদস্য রুমা রাণী দেব নির্বাচিত হন। গতকাল দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে ইকবাল খান চৌধুরীকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। মোঃ ইকবাল খান চৌধুরী ৮২ স্পেশাল ব্যাচে সহকারি কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তিতে তিনি পূর্ত মন্ত্রাণালয়, বেসামরিক বিমান ও পর্যটন, কৃষি, যোগাযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুগ্ম ও অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। মোঃ ইকবাল খান চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমূখা চৌধুরী বাড়ির মরহুম মোঃ কাইয়ুম খান চৌধুরীর বড় পুত্র। তিনি ১৯৫৫ সালের ১ অক্টোবর তার নিজ গ্রামে জন্ম গ্রহণ করেন। বিদ্যালয়টি ১৯৩৮ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে প্রতিটি পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে।