Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেতনায়’ ৭১, হবিগঞ্জ এর কল্যাণে ৬ মুক্তিযোদ্ধার আরেকটি প্রাপ্তি

প্রেস বিজ্ঞপ্তি ॥ চেতনায়’ ৭১, হবিগঞ্জ একটি মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকালীন সময়ে হবিগঞ্জের ছয় নারী মুক্তিযোদ্ধা যথাক্রমে পুষ্প রানী শুক্লবৈদ্য, মালতি রানী শুক্লবৈদ্য, হিরামনি সাওতাল, ফারিজা খাতুন, সাবিত্রী নায়েক ও রাজিয়া খাতুন এদেরকে আবিষ্কার করে। চেতনায়’৭১ এর জেনারেল সেক্রেটারী এডভোকেট কেয়া চৌধুরী, এর অক্লান্ত প্রচেষ্টায় এই ৬ জন নারী মুক্তিযোদ্ধা ইতিপূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতিসহ ও বিভিন্ন সংগঠনের তরফ থেকে সাহায্য পেয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সানিডেল স্কুলের শিক্ষার্থীরা ঈদের পাওয়া সালামি থেকে জমানো ১ লাখ ২০ হাজার টাকার একটি চেক প্রথম আলো কার্যালয়ে জমা দেন যা থেকে উল্লেখিত ৬ মুক্তিযোদ্ধার প্রত্যেকে ২০ হাজার টাকা করে পাবেন। উল্লেখ্য যে, উক্ত সংগঠনটি বর্তমানে আরও ৭ জন নির্যাতিতা মুক্তিযোদ্ধাদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে এবং ভবিষ্যতেও মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।