Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউইয়র্কে এটর্নী মঈন চৌধুরীর উদ্যোগে মার্কিন রাষ্টুদূত ড্যান মজিনাকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের স্বনামধন্য এটর্নী এট ল মঈন চৌধুরীর উদ্যোগে মার্কিন রাষ্টুদূত ড্যান মজিনাকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ মার্চ নিউইয়র্কের উডসাইডে অবস্থিত গুলসান টেরেসে যুক্তরাষ্ট্র সফরকালে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর জাস্টিজ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এটর্নী মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী আমেরিকান ছাড়াও নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন- কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রম, জিমি ভেনব্রেমার, কস্টা কন্সস্টেনটিনিডিস, বিচারপতি কারমেন ভেলেসকোয়েস ও এটর্নী অস্টিন ম্যানগাম।
অনুষ্ঠানে এম্বেসেডর মজিনাকে এটর্নী মঈন চৌধুরীর উদ্যোগে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রদূত মজিনা তার বক্তব্যে এটর্নী মঈন চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ক নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
উল্লেখ্য, এক্সিডেন্ট কেইস ও ইমিগ্রেশন কেইসে অভিজ্ঞ এটর্নী মঈন চৌধুরী লাখাই উপজেলার কাটিহারা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রাক্তণ পুলিশ কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ছেলে।