Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়ায় শাহ শহীদ আলীকে সংবর্ধনা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের সভাপতি শাহ শহীদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মাও: লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক হাফেজ মাও: লুৎফুর রহমানের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামী শিক্ষা সোসাইটির ভাইস চেয়ারম্যান, নবীগঞ্জ ইসলামী একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি, অত্র মাদরাসার ডাইরেক্টর মাও: মুশাহীদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ ইসলামী শিক্ষা সোসাইটির সেক্রেটারী সাইদুল হক চৌধুরী সাদিক, অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, আজিজুর রহমান, কাজী শাহ মনিরুজ্জামান, মান্দারকান্দি জামে মসজিদের খতিব শাহ এরশাদ আলী প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তিত্ব মান্দারকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী’র পুত্র শাহ শহীদ আলীকে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি মাও: মুশাহীদ আলী মাদরাসার পড়ালেখার গুনগতমান এবং ধারাবাহিক ঈর্ষনীয় ফলাফলসহ সার্বিক সফলতা তুলে ধরে মহিলা শাখার নির্মিয়মান একাডেমিক ভবনের অবশিষ্ট কাজ সম্পন্ন করাসহ মাদরাসার উন্নয়নে ভুমিকা রাখতে সংবর্ধিত ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষন করেন।
সংবর্ধিত শাহ শহীদ আলী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মাদরাসার ভবন নির্মাণে আর্থিক অনুদানসহ মাদরাসার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখার ঘোষনা দেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অত্র মাদরাসার ২০ জন গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীকে বাৎসরিক বৃত্তি প্রদানের ঘোষনা দেন।