Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাটাখালীতে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১৯ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ ॥ গুনই ও কাটাখালি গ্রামে পৃথক দু’টি সংঘর্ষে আহত শতাধিক

স্টাফ রিপোর্টার ॥ জেলায় পৃথক দু’টি স্থানে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। গতকাল বানিয়াচং উপজেলার গুনই ও হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে। কাটাখালী গ্রামের সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১৯ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গুনই গ্রামের ইজ্জত আলীর একটি গরু একই গ্রামের কদ্দুছ মিয়ার জমির ফসল খেয়ে নষ্ট করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে আবদুল গফুর (৬০), জমির আলী (১৬), কাউসার আলী (৩৫), ইজ্জত আলী (৫০), হাফিজুর রহমান (৩০), গনি মিয়া (৪৫), কদ্দুছ মিয়া (৫০), জমির মিয়া (২২)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে কাটাখালি গ্রামের চুরির ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ আলী ও হাজী ডেঙ্গু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে-কিতাব আলী (৩৫), মানিক মিয়া (৫০), তাজ উদ্দিন (২৫), নুর আলম (১২), খোকন (১০), আব্দুল কাদির (৫০), সোহাগ (১৪), জিতু মিয়া (২৫), আব্দুল মজিদ (৪০), জয়নাল মিয়া (২৮), সানু মিয়া (২৭), আওয়াল মিয়া (২৯)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।