Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা প্যাকেজ ২০১৪ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা হল রুমে আলোচনা ও বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণচন্দ্র হোর, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক হারুন-অর-রশিদ, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ঋষিকেশ ভট্টাচার্য্য সহ উপকারভোগী কৃষক। সভা শেষে আন্দিউড়া ইউনিয়ন ও পৌর সভার ৩শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উপসি আউস ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং সেচ সহায়তা বাবদ ব্যাংক একাউন্টের মাধ্যমে তালিকাভূক্ত প্রতি কৃষককে ৩শ টাকা ভর্তূকী প্রদান করা হয়। প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী কৃষকদের মধ্যে এ কৃষি উপকরণ তুলে দেন।